• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মধ্যপ্রদেশের ৬টির রাগে উত্তরপ্রদেশে ৬৫ আসনে একাই লড়ার ঘোষণা অখিলেশের, ক্ষুব্ধ কংগ্রেস

লখনউ, ৩ নভেম্বর– মধ্যপ্রদেশে তিনি চেয়েছিলেন মাত্র ৬ আসনে লড়তে৷ কিন্তু তাতে কোন সাড়া পাননি কংগ্রেস তরফে৷ যার রাগেই উত্তরপ্রদেশের ৬৫ আসনে একাই লড়ার সিদ্ধান্তে ঘোষণা করলেন অখিলেশ যাদব৷ বাকি আসনগুলো ভাগ করে দেওয়া হবে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে৷ অখিলেশের এই ঘোষণায় স্বভাবতই ক্ষুব্ধ কংগ্রেস শিবির৷ উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রদেশ সভাপতি অজয় রাই বলে দিয়েছেন, এখনও আসন

লখনউ, ৩ নভেম্বর– মধ্যপ্রদেশে তিনি চেয়েছিলেন মাত্র ৬ আসনে লড়তে৷ কিন্তু তাতে কোন সাড়া পাননি কংগ্রেস তরফে৷ যার রাগেই উত্তরপ্রদেশের ৬৫ আসনে একাই লড়ার সিদ্ধান্তে ঘোষণা করলেন অখিলেশ যাদব৷ বাকি আসনগুলো ভাগ করে দেওয়া হবে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে৷
অখিলেশের এই ঘোষণায় স্বভাবতই ক্ষুব্ধ কংগ্রেস শিবির৷ উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রদেশ সভাপতি অজয় রাই বলে দিয়েছেন, এখনও আসন সমঝোতা নিয়ে আলোচনার সময় আসেনি৷ পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেসের বড় নেতারা ব্যস্ত৷ ভোটের পরই এসব নিয়ে আলোচনা হবে৷ সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের শীর্ষ নেতারা আলোচনা করে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করবেন৷ এখন এ নিয়ে মুখ খোলার কোনও মানে হয় না৷
তবে কংগ্রেস যাই বলুক, তাতে বিন্দুমাত্র টলতে রাজি নন অখিলেশ৷ আসলে অখিলেশের প্রধান লড়াই কংগ্রেসের সঙ্গেই৷ ঘনিষ্ঠ মহলে কংগ্রেসের উপর ক্ষোভ উগরে দিয়ে অখিলেশ জানিয়েছেন, কংগ্রেস নিজেদের শক্তির জায়গায় দাদাগিরি করছে৷ মধ্যপ্রদেশে তিনি মাত্র ৬টি আসনে লড়তে চেয়েছিলেন৷ কিন্ত্ত কমল নাথ সেই ৬টি আসনও তাঁকে ছাড়তে রাজি হননি৷ উলটে অখিলেশকে কটাক্ষ ছুড়েছেন৷ যার জেরে মধ্যপ্রদেশে জোট ভেঙে গিয়েছে৷ রাজস্থানেও কংগ্রেস কোনও ছোট দলকে আসন ছাড়েনি৷
যার পালটা হিসাবে বৃহস্পতিবার অখিলেশও কার্যত একপেশেভাবে ঘোষণা করে দিয়েছেন ২০২৪ লোকসভা নির্বাচনে উত্তপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৬৫টিতে লড়বে সমাজবাদী পার্টি৷ বাকি ১৫টি আসন ভাগ করে দেওয়া হবে ইন্ডিয়া জোটের অন্য সঙ্গীদের মধ্যে৷ এই অন্য সঙ্গীদের মধ্যে কংগ্রেস আছে, রাষ্ট্রীয় লোকদল আছে, আপনা দলের একটি অংশ আছে, মহান দল আছে৷ এমনকী তৃণমূল এবং জেডিইউও উত্তরপ্রদেশে লড়তে আগ্রহী৷ এতগুলি দলের মধ্যে আসন ভাগ করতে হলে কংগ্রেসের ভাগ্যে ৮০টির মধ্যে বড়জোর ৫-৭টি আসন জুটতে পারে৷
উল্লেখ্য ‘ইন্ডিয়া’ জোট যুক্ত দলগুলি যে আসন ভাগাভাগি নিয়ে সন্তুষ্ট নয় এবং তাই নিয়ে ফাটল সৃষ্টি হয়েছে তা নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে৷ বৃহস্পতিবারই বিহারের মুখ্যমন্ত্রী তথা ‘ইন্ডিয়া’ জোটের যাকে প্রধান উদ্যোক্তা বলা হয় সেই নীতীশ কুমারের মুখেই শোনা যায় আক্ষেপের সুর৷ তিনি এক র্যালিতে জনসমক্ষে বলেন, ‘ইন্ডিয়া-র কোনো অগ্রগতি হচ্ছে না৷’