• facebook
  • twitter
Friday, 22 November, 2024

৬৮ জন যাত্রীরই বেঁচে থাকা আশা নেই নেপালের ভেঙে পড়া বিমানের  

কাঠমান্ডু, ১৫ জানুয়ারি– পাইলট সহ চার কর্মী ও ৬৮ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল নেপালের বিমান। রবিবার বেলা ১১টা নাগাদ পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে যাত্রীবাহী বিমানে আগুন ধরে যায়। বিমানের কর্মী-সহ যাত্রীদের জীবিত থাকার আশা খুবই ক্ষীণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রবিবার সকালে কাঠমান্ডু থেকে পোখরা

কাঠমান্ডু, ১৫ জানুয়ারি– পাইলট সহ চার কর্মী ও ৬৮ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল নেপালের বিমান। রবিবার বেলা ১১টা নাগাদ পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে যাত্রীবাহী বিমানে আগুন ধরে যায়। বিমানের কর্মী-সহ যাত্রীদের জীবিত থাকার আশা খুবই ক্ষীণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

রবিবার সকালে কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি। সূত্রের খবর, পোখরা পুরনো ও আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বিমানটি। বিমানে পাইলট-সহ মোট চারজন কর্মী ছিলেন। যাত্রী ছিলে ৬৮ জন। বিমানে আগুন ধরে যাওয়ায় তাঁদের বেঁচে থাকা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

ঘটনাস্থে পৌঁছে গিয়েছে দমকল ও সেনাকর্মীরা। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। যুদ্ধকালীন তৎপরতায় বিমানের ভিতর থেকে যাত্রীদের বের করে আনার চেষ্টা চলছে। আপাতত পোখরা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে।