১০ মার্চ,কলকাতা — বকেয়া ডিএ -র দাবিতে শুক্রবার রাজ্যের সমস্ত সরকারি অফিসে ধর্মঘটে অনড় রাজ্যের সব আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। ডিএ -র ইস্যুতে ধর্মঘট ঘিরে সংঘাত আরও তীব্র।সমর্থন জানিয়েছে কংগ্রেসও। আর এই আন্দোলন ঘিরে সকাল থেকেই উত্তপ্ত কলকাতা।
অন্যদিনের তুলনা অনেক কম উপস্থিতি নজরে এসেছে সরকারি দপ্তর গুলিতে । সরকারি দফতর রাইটার্স বিল্ডিংয়ে নেই চেনা ছবি। অনেকটাই ফাঁকা চেয়ার টেবিল। খাঁ খাঁ করছে খাদ্য ভবনও। কলকাতা পুরসভার গেটের সামনে সকাল থেকেই স্লোগান তুলছেন ধর্মঘটীরা। সরকার যাই কড়া পদক্ষেপ নিক না কেন, আন্দোলন চলবেই , বলছেন আন্দোলনকারীরা।
সরকারি অফিসে ধর্মঘট রুখতে কড়া বিবৃতি জারি করেছে নবান্ন। অতিরিক্ত মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন। এই নির্দেশের পাল্টা, ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকার দাবি জানিয়ে, অতিরিক্ত মুখ্য় সচিবকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটির সদস্য়রা।
বকেয়া ডিএ -র দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার শহিদ মিনারে ৪৩তম দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। পাশাপাশি ২৯ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীদের একাংশ।বকেয়া ডিএ -র সমর্থনে কোচবিহারে চলছে সরকারি কর্মীদের মিছিল। ডিএ -র দাবিতে চুঁচুড়া শিক্ষা ভবনের গেট আটকে বিজেপির বিক্ষোভ। গেটে পতাকা ঝুলিয়ে স্লোগান দিতে থাকেন বিজেপি নেতা-কর্মীরা।