• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বয়স মাত্র ২৩! আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস ভারতীয় বংশোদ্ভূত নাবিলা সইদের

ওয়াশিংটন, ১১ নভেম্বর– ফের ভারতীয়ের বাজি মাত আমেরিকায়। মাত্র কুড়ি বছরেই ভারতীয় বংশোদ্ভূত নাবিলা সইদ আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ইতিহাস গড়লেন। ইলিনইস প্রদেশের কনিষ্ঠতম জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। শুধুমাত্র বয়সেই নয়, প্রথম দক্ষিণ এশীয় হিসাবেও এই প্রদেশের আইনসভায় নির্বাচিত হয়েছেন নাবিলা। প্রসঙ্গত, যে আসন থেকে নাবিলা নির্বাচিত হয়েছেন, সেটি দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের

ওয়াশিংটন, ১১ নভেম্বর– ফের ভারতীয়ের বাজি মাত আমেরিকায়। মাত্র কুড়ি বছরেই ভারতীয় বংশোদ্ভূত নাবিলা সইদ আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ইতিহাস গড়লেন। ইলিনইস প্রদেশের কনিষ্ঠতম জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। শুধুমাত্র বয়সেই নয়, প্রথম দক্ষিণ এশীয় হিসাবেও এই প্রদেশের আইনসভায় নির্বাচিত হয়েছেন নাবিলা। প্রসঙ্গত, যে আসন থেকে নাবিলা নির্বাচিত হয়েছেন, সেটি দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের দখলে ছিল। আগামী জানুয়ারি মাসে কনিষ্ঠতম জনপ্রতিনিধি হিসাবে শপথ নেবেন নাবিলা।

জো বাইডেনের দলের হয়ে নির্বাচনে লড়ার টিকিট পেয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত নাবিলা। ৫২.৩ শতাংশ ভোট পেয়ে ইতিহাস গড়েছেন তিনি। দীর্ঘদিন ধরে রিপাবলিকদের দখলে থাকা আসন ছিনিয়ে নিয়েছেন এই মুসলিম তরুণী। ইতিহাস গড়ে স্বভাবতই উচ্ছ্বসিত নাবিলা। টুইট করে তিনি বলেছেন, “আমার নাম নাবিলা সইদ। ২৩ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মুসলিম মহিলা। রিপাবলিকানদের দখলে থাকা একটি আসন জিতে নিয়েছি আমরা। আগামী জানুয়ারি মাসে ইলিনইস প্রদেশের সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে শপথ নিতে চলেছি।” বিপাবলিকান প্রার্থী ক্রিস বসকে হারিয়ে দিয়েছেন তিনি।