ভুবনেশ্বর, ২১ জুলাই – ফের কানঘেঁষে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন। ঘটনাস্থল সেই বালেশ্বর। যেখানে করমণ্ডল দুর্ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে টাটকা। ওড়িশার নীলগিরি রোড স্টেশনে গত মঙ্গলবার বড় দুর্ঘটনার থেকে রক্ষা পায় একটি ট্রেন। বৃহস্পতিবার রেল কর্তৃপক্ষ জানান, কর্তব্যে গাফিলতির অভিযোগে স্টেশন ম্যানেজার এবং এক জন পয়েন্টসম্যানকে সাসপেন্ড করা হয়েছে।
খবর জানা মাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকেরা। ট্রেনটি ফের তার গন্তব্যের দিকে রওনা দেয়। কর্তব্যে গাফিলতির অভিযোগে নীলগিরি রোড স্টেশনের ম্যানেজার সুভাষ শেট্টি এবং পয়েন্টসম্যান শেখ মহম্মদ খালিপকে সাসপেন্ড করা হয়।
প্রসঙ্গত বলা যায়, গত ২ জুন এই বালেশ্বরেরই বাহানগা বাজার স্টেশনে একটি মালগাড়ি ধাক্কা মেরে উল্টে যায় করমণ্ডল এক্সপ্রেস। করমণ্ডলের উল্টে যাওয়া বগি ছিটকে পড়ে পাশের ডাউন লাইনে, যেখান দিয়ে আসছিল যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস। ওই ট্রেনেরও বেশ কিছু বগি লাইনচ্যুত হয়ে যায়. এই দুর্ঘটনার বলি হন ২৯৩ জন যাত্রী।