নিয়োগ দুর্নীতির পর এবার দমকল দুর্নীতিতেও তৃণমূল বিধায়কের ছায়া 

কলকাতা,২৫ মার্চ —  নিয়োগ দুর্নীতির পর এবার দমকলে চাকরি বিক্রির অভিযোগ উঠলো তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে গোটা রাজ্য রাজনীতি তোলপাড়।শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে। এবার দমকলের নিয়োগ দুর্নীতির  অভিযোগ উঠল।

সম্প্রতি একটি অডিও সামনে এনেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেই অডিও শুনিয়ে বিজেপি নেতা দাবি করেছেন, দমকল বিভাগে চাকরি দেওয়ার নামে টাকা চাইছেন তাপস। তাপস সাহা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, যে অডিও দেখিয়ে অভিযোগ করা হচ্ছে তাতে যে গলা শোনা যাচ্ছে সেটা তাঁর নয়। তিনি বলেন, ‘আমি কি চাকরি দেওয়ার লোক।’ শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে ‘চক্রান্ত’ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাপস।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে আগেই তাপস সাহার নাম জড়িয়েছিল। সরকারি দফতর ও স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এই ঘটনার তদন্তে নেমে সিআইডি তাঁর আপ্ত সহায়ককে গ্রেফতার করে।