• facebook
  • twitter
Friday, 29 November, 2024

জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর প্রথম নির্বাচন হল লাদাখে

বুধবার, ৪ অক্টোবর –  জম্মু ও কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করার পর, এই প্রথম নির্বাচন হচ্ছে লাদাখে। কারগিলে চলছে লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ১১টার মধ্যেই ভোট পড়েছে ৪০ শতাংশ।  স্বায়ত্তশাসিত এই পার্বত্য উন্নয়ন পরিষদের মোট আসন সংখ্যা ৩০। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে চার কাউন্সিলর মনোনীত হবেন । বাকি ২৬ আসনে সকাল থেকেই

বুধবার, ৪ অক্টোবর –  জম্মু ও কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করার পর, এই প্রথম নির্বাচন হচ্ছে লাদাখে। কারগিলে চলছে লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ১১টার মধ্যেই ভোট পড়েছে ৪০ শতাংশ।  স্বায়ত্তশাসিত এই পার্বত্য উন্নয়ন পরিষদের মোট আসন সংখ্যা ৩০। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে চার কাউন্সিলর মনোনীত হবেন । বাকি ২৬ আসনে সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ভোটগ্রহণ প্রক্রিয়া। মোট বুথের সংখ্যা ২৭৮। এর মধ্যে ১১৪টি অতি সংবেদনশীল এবং ৯৯টি সংবেদনশীল ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয় । প্রতিটি জায়গাতেই পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয় বলে জানান কার্গিলের জেলাশাসক, শ্রীকান্ত বালাসাহেব সুসে।

২৬টি আসনের বেশিরভাগ ক্ষেত্রেই  কংগ্রেস বনাম বিজেপি বনাম ন্যাশনাল কনফারেন্স ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। তবে, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোটে রয়েছে। তারপরও অবশ্য ন্যাশনাল কনফারেন্স ১৭ আসনে এবং কংগ্রেস ২২ আসনে প্রার্থী দিয়েছে। যে আসনগুলিতে বিজেপির সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে হয়েছে, সেখানে সেখানেই জোটের একক প্রার্থী দিয়েছে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স। বাকি আসনগুলিতে জোটের দুই শরিকের মধ্যেও লড়াই হচ্ছে। বিজেপি, ১৭ আসনে প্রার্থী দিয়েছে। আম আদমি পার্টিও লাদাখ পার্বত্য পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে তারা প্রার্থী দিয়েছে মাত্র চারটি  আসনে। নির্দল প্রার্থী আছেন ২৫ জন। সব মিলিয়ে, ৮৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে বুধবার ।
ভোট গণনা হবে ৮ অক্টোবর। ১১ অক্টোবরের মধ্যে তৈরি করা হবে নয়া কাউন্সিল। এই নির্বাচনকে কেন্দ্রের অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সিদ্ধান্তের বড় পরীক্ষা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রচার পর্বে, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ভোটারদের উদ্দেশ্যে বলেছিলেন, এই নির্বাচন কেন্দ্রকে বার্তা দেওয়ার এক বড় সুযোগ। কেন্দ্রের ওই সিদ্ধান্ত লাদাখের মানুষ মেনে নিয়েছে না প্রত্যাখ্যান করেছে, এই ভোটের মাধ্যমেই সেই বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া যাবে।
 
এদিন ভোটগ্রহণ চলাকালীন, নির্বাচনী আধিকারিক তথা সহকারি জেলা কমিশনার গুলাম মহিউদ্দিন ওয়ানিকে বিভিন্ন বুথে বুথে ঘুরতে দেখা যায়। ক্রিগল ইন্ডোর স্টেডিয়াম বুথেও গিয়েছিলেন তিনি।