ভারত:- টিকিট নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা একেবারে তুঙ্গে। বিশ্বকাপ আয়োজনে যে একাধিক চমক দেবে বিসিসিআই, তা বলার অপেক্ষা রাখে না। তারই অন্যতম সমাজের বিশিষ্ট মানুষদের গোল্ডেন কার্ড প্রদান। এরইমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সমাজের বিশিষ্ট মানুষদের হাতে গোল্ডেন টিকিট প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকরের পর এই টিকিট তুলে দেওয়া হল ভারতীয় সিনেমার আরও এক সুপারস্টার রজনীকান্তের হাতে। বোর্ড সচিব জয় শাহ রজনীকান্তের হাতে এই বিশেষ সম্মান তুলে দিয়েছেন। ক্রিকেটের প্রতি রজনীকান্তের রয়েছে একটা আলাদাই টান আছে। জানা গিয়েছে, চিপক স্টেডিয়ামে সিএসকের খেলাতে মাঝেমধ্যেই দেখা যায় রজনীকান্তকে। তবে তাঁর প্যাশানকেই সম্মান জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। বলিউডের তারকা হলেও রজনীকান্ত বা বিগ বি-র ব্যপ্তি আরও বিস্তৃত। বর্তমান ভারতের জীবন্ত কিংবদন্তিদের মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন-রজনীকান্ত। সিনেমার জগতের মানুষ হলেও খেলাধুলার প্রতি তাঁদের ভালোবাসা অনেকটা। দুই অভিনেতার সেই প্যাশান এবং ভালোবাসাকেই সম্মান জানাল বিসিসিআই। এরআগে ক্রিকেট ব্যক্তিত্বদের মধ্যে এই সম্নান পেয়েছেন সচিন। ভারতে আগামী ৫ই সেপ্টেম্বর অক্টোবর থেকে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এই খেলা। বিসিসিআই এই বিশ্বকাপকে আরও আকর্ষক করে তোলার জন্য একটি বিশেষ অভিযান শুরু করেছে। আর এই অভিযানের নাম দেওয়া হয়েছে, ‘গোল্ডেন টিকিট ফর ইন্ডিয়া আইকনস’। এরফলে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে ভিআইপি বক্সে দেখা যাবে রজনীকান্ত, বিগ বি, মাস্টার ব্লাস্টারদের। এখন এটাই দেখার যে এই তালিকায় আরও কারা স্থান পান।