গুজরাট, ১৫ মার্চ — টেস্ট ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে সবার প্রশংসা কুড়োচ্ছেন বিরাট। ভারত ও অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল আমদাবাদে । প্রায় ৪০ মাস পরে বিরাট টেস্টে সেঞ্চুরি পেলেন। এই নিয়ে ভারতীয় ক্রিকেটে একটা আবেগের বলয় তৈরি হয়েছে। টেস্টে দীর্ঘদিন পরে সেঞ্চুরি পেয়ে তৃপ্ত প্রাক্তন ভারত অধিনায়ক। নিজেও জানালেন , আমার অন্যতম সেরা ১৮৬ রানের ইনিংসটি।
টেস্ট ম্যাচে সেঞ্চুরি প্রসঙ্গে দিল্লি পুলিশ বিরাটের প্রশংসায় টুইট করেছেন ‘‘দেশের অতিথি দলের বিরুদ্ধে কোহলির এমন ইনিংসের পরে তাঁকে কেউ গ্রেফতার করার অভিযোগ করবেন না। আমরা সেই দাবি মানতে পারব না। দিল্লি পুলিশের একটি টুইট ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। দিল্লি পুলিশ লিখেছে, গুজরাত পুলিশকেও একই কথা জানিয়েছি।
মোট ২৪টি টেস্ট ও ৪২ ইনিংসের পরে কোহলি সেঞ্চুরি করেছেন। ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। যে ইনিংসের পরে স্ত্রী অনুষ্কা শর্মা লিখেছিলেন, শরীর খারাপ নিয়েও সেঞ্চুরি করেছে বিরাট। সেই নিয়ে অবশ্য দলের বাকি ক্রিকেটাররা কোনও কথা বলেননি।