দিল্লি, ১ নভেম্বর – দীপাবলির মুখে আবার বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম৷ অক্টোবরে একবার দাম বাড়ার পর ফের বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম৷ কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ১০০ টাকার বেশি৷ আগে ১ হাজার ৮৩৯. ৫০ টাকায় বাণিজ্যিক গ্যাস পাওয়া যেত৷ বুধবার থেকে তার দাম বেড়ে হল ১ হাজার ৯৪৩ টাকা৷ দিল্লিতেও বুধবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে৷ আইওসিএলের ওয়েবসাইট মোতাবেক, দাম বাড়ার পর দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ১ হাজার ৮৩৩ টাকা ৷ আগে দাম ছিল ১ হাজার ৭৩১ টাকা৷
নভেম্বরে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০০ টাকার বেশি বাড়ানো হয়েছে৷ প্রতি মাসের প্রথম দিন পেট্রোলিয়াম সংস্থাগুলি গ্যাস সিলিন্ডারের দাম স্থির করে৷ এই মাসে দীপাবলি এবং করবা চৌথের মতো উতসব রয়েছে৷ ঠিক সেই মাসেই ১ নভেম্বর থেকে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হল৷ তবে অপরিবরতিত রয়েছে গৃহস্থের রান্নার সিলিন্ডারের দাম৷ কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার উজ্জ্বলা প্রকল্পে পাওয়া সিলিন্ডারের দাম কমিয়েছে৷ কিন্ত্ত পেট্রোলিয়াম সংস্থাগুলি বাণিজ্যিক সিলিন্ডারে দাম বাড়িয়েই চলেছে৷ অক্টোবর মাসেই ২০০ টাকার বেশি বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম৷ এরপর বুধবার আবার বাড়ল দাম৷
নতুন করে দাম বাড়ার পর মুম্বইতে গ্যাসের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৭৮৫. ৫০ টাকা, যা আগে ছিল ১ হাজার ৬৮৪ টাকা৷ চেন্নাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৯৯৯ . ৫০ টাকা , যা আগে ছিল ১ হাজার ৮৯৮ টাকা৷