রাঁচি , ২৪ সেপ্টেম্বর – সম্বলপুর – জম্মু তাওয়াইগামী মুরি এক্সপ্রেসে দুঃসাহসিক ডাকাতি ও লুঠপাটের ঘটনা ঘটল ঝাড়খণ্ডের লাতেহারে। শুধু যাত্রীদের মারধর করাই নয়, ডাকাতির সময় দুষ্কৃতীদের দল আট থেকে দশ রাউন্ড গুলিও চালায়। ডাকাতদের হামলায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলে রেলপুলিশ সূত্রে খবর। ব্যাপক মারধর করায় যাত্রীদের অনেকেই গুরুতর আহত হন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
ট্রেনটি ডালটনগঞ্জে থামলে যাত্রীরা রেলপুলিশে অভিযোগ দায়ের করেন। ডালটনগঞ্জ রেলস্টেশনে যাত্রীরা আতঙ্কে চেঁচামেচি জুড়ে দেন। যাত্রীরা চিকিৎসা এবং এফআইআর করার দাবি জানান। গভীর রাত পর্যন্ত যাত্রীদেড় শোরগোলে এক্সপ্রেস ট্রেনটি ডালটনগঞ্জ রেলস্টেশনে দাঁড়িয়ে থাকে। ঘটনার খবর পেয়ে পালামৌ সদরের এসডিএম রাজেশ কুমার শাহ , আরপিএফ ও জিআরপি আধিকারিকরা রেলস্টেশনে পৌঁছন। যাত্রীদের বুঝিয়ে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
যাত্রীদের দাবি, ডাকাতরা নগদ এবং গয়না মিলিয়ে কয়েক লক্ষ টাকা লুট করে নিয়ে গিয়েছে। রেলসুরক্ষা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।