মহিলাদের আত্মনির্ভর করতে বিশেষ পরিকল্পণা আদিত্যনাথ যোগীর!

উত্তরপ্রদেশ:- মহিলাদের আত্মনির্ভর করতে বিশেষ পরিকল্পনা মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীর। একই সঙ্গে মহিলাদের নিরাপত্তা, সম্মান যাতে ক্ষুন্ন না নয় সেদিকেও বিশেষ পরিকল্পনা করেছেন উত্তর প্রদেশ সরকারের। বিশেষ বার্ষিক যোজনা তৈরির কথাও বলা হচ্ছে। আর সেই যোজনা দ্রুত নেওয়ার কথাও জানিয়েছেন যোগী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, সম্প্রতি মিশন শক্তির চতুর্থ পর্যায়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেখানেই সরকারের ভাবনার বিষয়ে বিস্তারিত জানান তিনি। জানা গিয়েছে, যোগী বলেন, পঞ্চায়েতে গ্রামীণ মহিলাদের যোগদান বাড়াতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। শুধু তাই নয়, নারী প্রতিনিধিদের অধিকার, ক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে মডেল গ্রাম পঞ্চায়েতগুলির মহিলা প্রতিনিধিদের সম্মান জানানো হচ্ছে। যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়ন চলছে। বিশেষ করে স্বাস্থ্য থেকে শিক্ষা, কর্মসংস্থান বাড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা উত্তরপ্রদেশকে মডেল রাজ্য হিসাবে উন্নিত করতে সাহায্য করছে। তবে এবার আরও বড় সিদ্ধান্ত নিয়েছে  উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশের মহিলাদের কথা ভেবে বিশেষ যোজনা তৈরি করতে চলেছে যোগী আদিত্যনাথের সরকার। সূত্রের খবর, জানা গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ১৭ হাজারেরও বেশি মহিলাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে তা দেওয়া হবে। মূলত মহিলাদের দক্ষতা এবং অধিকার সহ একাধিক বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে সিদ্ধান্ত যোগী সরকারের। শুধু তাই নয়, গ্রাম স্বরাজ অভিযানের অংশ হিসাবে ১.১৫ লক্ষেরও বেশি মহিলাকে পঞ্চায়েতি রাজ প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং জেলা পঞ্চায়েত সংস্থান কেন্দ্রগুলির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।