• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দীপাবলিতে বড় আশ্বাস আদিত্যনাথ যোগীর!

উত্তরপ্রদেশ:- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার বনবাসীদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন। সেখানে তিনি গোরক্ষপুর জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জন্য ১৫৩ কোটি টাকার মোট ৫২ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সূত্রের খবর, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী কুসামহি বনের তিকোনিয়া তিন নং গ্রামের ভান্তঙ্গিয়া সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেওয়ার সময় তাদের অধিকারের

উত্তরপ্রদেশ:- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার বনবাসীদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন। সেখানে তিনি গোরক্ষপুর জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জন্য ১৫৩ কোটি টাকার মোট ৫২ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সূত্রের খবর, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী কুসামহি বনের তিকোনিয়া তিন নং গ্রামের ভান্তঙ্গিয়া সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেওয়ার সময় তাদের অধিকারের জন্য সংগ্রামের কথাও স্মরণ করেন।  তিনি বলেন, ভান্তঙ্গিয়া সম্প্রদায়ের সংগ্রাম যে চেতনায় হয়েছিল, সেখানে আজ ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে। জানা গিয়েছে, তিনি বলেন, রাম রাজ্যে সব অবঞ্চিতদের সরকারি সুবিধা ও নাগরিক অধিকার প্রদান করা হবে। সূত্রের খবর, সমাবেশে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ভান্তঙ্গিয়া গ্রামে দরিদ্রদের পাকা ঘরের পাশাপাশি পানীয় জলের সুবিধা, বিদ্যুৎ, ভাল স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র দেখে তিনি খুশি হয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জনগণকে তাঁর দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বলেন, আগে ভান্তঙ্গিয়া সম্প্রদায়ের মানুষ ভয়ে থাকতেন। তাঁরা বন বিভাগ থেকে উচ্ছেদ, জাল এফআইআর এবং গ্রেফতারের ভয় পেতেন। কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের সময়ে সেই ভয় দূর হয়েছে। বর্তমানে ভান্তঙ্গিয়ার মানুষের কাছে স্থায়ী বাড়ি, টয়লেট, এলপিজি সংযোগ, বিদ্যুৎ সংযোগ এবং আয়ুষ্মাণ কার্ডের সুবিধা রয়েছে। গত ছয় বছরে গোরক্ষপুরে যে সব পরিবর্তন হয়েছে, তা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। দীপাবলি উদযাপনের গুরুত্ব বর্ণনা করে মুখ্যমন্ত্রী বলেছেন, ভগবান শ্রী রামচন্দ্র তাঁর সময়কালে ঋষিদের নির্ভীকতা প্রদান করেছিলেন এবং বনবাসীদের নেতিবাচক শক্তির বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সব বঞ্চিত মানুষকে সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত করা আহ্বান জানিয়েছেন। তিনি আয়ুষ্মাণ যোজনা, কৃষি দফতরের স্কিম, মন্ত্রী আবাস যএাজনা, মুখ্যমন্ত্রী যুব স্ব-কর্মস্থান যোজনা, জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের সুবিধাভোগীদের শংসাপত্র ও মিষ্টি দিয়ে সম্মানিত করেন।