উত্তরপ্রদেশে রাস্তার হাল ফেরাতে বড় উদ্যোগ আদিত্যনাথ যোগীর।

উত্তরপ্রদেশ:- উত্তরপ্রদেশে রাস্তার হাল ফেরাতে বড় উদ্যোগ আদিত্যনাথ যোগীর। দ্রুত রাস্তা মেরামতের উদ্যোগের পাশাপাশি এই আর্থিক বছরে রাজ্যের চল্লিশ হাজারের বেশি রাস্তাকে গর্তমুক্ত করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সূত্রের খবর, এই রাস্তাগুলির মধ্যে ইতিমধ্যেই প্রায় ২০ হাজার রাস্তা নতুন করে তৈরি করা হয়েছে। সূত্রের খবর, উত্তর প্রদেশের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট-এর আওতাধীন ৮৫ হাজারের বেশি রাস্তাকে গর্তমুক্ত করতে রাজ্য সরকার লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি বর্তমান কাজেরও মূল্যায়ন করা হচ্ছে।
পিডব্লুডি ছাড়াও, জাতীয় সড়ক, মান্ডি পরিষদ, নগর উন্নয়ন এবং গ্রামীণ উন্নয়ন দফতরের অধীনে থাকা বহু রাস্তা দ্রুত মেরামতের  দিকে লক্ষ্য রাখা হয়েছে। এই কাজে অন্তত দশটি সরকারি বিভাগ জড়িত। জানা গিয়েছে, পিডব্লুডি প্রায় ৩৯ হাজার রাস্তা মেরামতিতে নেতৃত্ব দিয়েছে। জাতীয় মহাসড়ক ৭৬৮টি, মান্ডি পরিষদ ৩৭৭ টি, পঞ্চায়েতি রাজ বিভাগ ২৭৪ টি এবং সেচ বিভাগ ৫৮ টি রাস্তা মেরামতির কাজ করেছে। এছাড়াও পল্লি উন্নয়ন ১৮৩ টি রাস্তা মেরামতিতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। অন্যদিকে নগর উন্নয়ন সক্রিয়ভাবে দুহাজারের বেশি রাস্তা মেরামতিতে ভূমিকা গ্রহণ করেছে। সূত্রের খবর, আবাসন ও নগর পরিকল্পনা ২৫ টি, পরিকাঠামো ও শিল্প উন্নয়ন ১৩৪৩ টি রাস্তার হাল ফেরাতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। এই রাস্তা ঠিক করার পিছনে উত্তর প্রদেশ সরকারের একটাই লক্ষ্য, রাজ্য জুড়ে রাস্তার মান বৃদ্ধি করা এবং রাস্তায় যাতায়াতে নিরাপত্তা বৃদ্ধি করা। শুধু রাস্তাই নয়, উত্তরপ্রদেশে বিভিন্ন বিভাগে উন্নয়নের কাজ চলেছে।