• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

উঠছে সাসপেনশন, ফের সংসদে দেখা যাবে অধীরকে 

দিল্লি, ৩০ আগস্ট– সুখবর কংগ্রেস তথা সাংসদ অধীর চৌধুরীর জন্য। ‘নীরব মোদি’ কটাক্ষে সাজা পাওয়া অধীর চৌধুরীর সাসপেনশন প্রত্যাহার হওয়ার মুখে। সূত্রের খবর, বুধবার সংসদের প্রিভিলেজ কমিটি অধীরের সাসপেনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। লোকসভার স্পিকারকে নিজেদের সিদ্ধান্ত সুপারিশ আকারে জানাবে প্রিভিলেজ কমিটি। উল্লেখ্য, গত ১০ আগস্ট সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে

অধীর চৌধুরি (Photo: IANS)

দিল্লি, ৩০ আগস্ট– সুখবর কংগ্রেস তথা সাংসদ অধীর চৌধুরীর জন্য। ‘নীরব মোদি’ কটাক্ষে সাজা পাওয়া অধীর চৌধুরীর সাসপেনশন প্রত্যাহার হওয়ার মুখে। সূত্রের খবর, বুধবার সংসদের প্রিভিলেজ কমিটি অধীরের সাসপেনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। লোকসভার স্পিকারকে নিজেদের সিদ্ধান্ত সুপারিশ আকারে জানাবে প্রিভিলেজ কমিটি।

উল্লেখ্য, গত ১০ আগস্ট সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘নীরব মোদি’ বলে কটাক্ষ করেছিলেন অধীর। অধীরের এই মন্তব্যে ভালো চোখে নেননি স্পিকার। লোকসভার কংগ্রেসের দলনেতার সেই মন্তব্যকে অসংসদীয় বলে তাঁকে সাসপেন্ড করা হয়। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয় প্রিভিলেজ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত না জানানো অবধি সাসপেন্ডই থাকবেন অধীর।

বুধবার প্রিভিলেজ কমিটির বৈঠকে হাজিরা দেন কংগ্রেস সাংসদ। সূত্রের খবর, অধীরের বক্তব্যে সন্তুষ্ট হয়ে তাঁর সাসপেনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় প্রিভিলেজ কমিটি। সেই সিদ্ধান্তই এবার সুপারিশ করা হবে স্পিকারকে। অর্থাৎ সব ঠিক থাকলে শীতকালীন অধিবেশনেই ফের সংসদে দেখা যাবে অধীরকে।

গত ১৮ আগস্ট অধীরের সাসপেনশন নিয়ে প্রিভিলেজ কমিটির বৈঠকে প্রবল বাদানুবাদ হয়। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে-র মতো বিরোধী সাংসদদরা কোনওরকম তলব না করেই অধীরের শাস্তি প্রত্যাহারের দাবি জানান। তাঁদের যুক্তি ছিল, ইতিমধ্যেই যা শাস্তি পাওয়ার পেয়ে গিয়েছেন অধীর। ফলত তাকে আর প্রিভিলেজ কমিটিতে তলব করার প্রয়োজন নেই। পালটা বিজেপি সাংসদরা যুক্তি দেন, যেহেতু প্রিভিলেজ কমিটিতে বিষয়টি এসেছে, ফলে অভিযুক্তের বক্তব্য না শুনে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। শেষমেশ বুধবার বহরমপুরের সাংসদকে প্রিভিলেজ কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়।