• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ধারাবি সাজানো নিয়ে বিতর্কে আদানি গোষ্ঠী

মুম্বই,  ৩০ আগস্ট– নতুন করে সাজানো হচ্ছে এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিকে৷ আর সেই সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে আদানি  গোষ্ঠীকে৷ আর এখানেই শুরু হয়েছে বিতর্ক৷ ধারাবি ভেঙে দিয়ে নতুন ভাবে তা সাজানোর দায়িত্ব আদানি দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে৷ বস্তিবাসীদের আশঙ্কাই শুধু নয়, প্রতিদ্বন্দ্বী সংস্থা অভিযোগ করেছে, নিয়ম ভেঙে আদানিদের হাতে বরাত তুলে দিয়েছে মহারাষ্ট্র সরকার৷

মুম্বই,  ৩০ আগস্ট– নতুন করে সাজানো হচ্ছে এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিকে৷ আর সেই সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে আদানি  গোষ্ঠীকে৷ আর এখানেই শুরু হয়েছে বিতর্ক৷ ধারাবি ভেঙে দিয়ে নতুন ভাবে তা সাজানোর দায়িত্ব আদানি দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে৷ বস্তিবাসীদের আশঙ্কাই শুধু নয়, প্রতিদ্বন্দ্বী সংস্থা অভিযোগ করেছে, নিয়ম ভেঙে আদানিদের হাতে বরাত তুলে দিয়েছে মহারাষ্ট্র সরকার৷
অভিযোগ যেমন ধারাবি বস্তিদের তেমনই এই প্রকল্পে প্রতিদ্বন্দ্বী সংস্থা সেকলিঙ্ক টেকনোলজিস কর্পোরেশনের অভিযোগ, ২০১৮-তে দরপত্র গ্রহণের প্রক্রিয়ায় তারা এগিয়ে থাকলেও মহারাষ্ট্র সরকার বেআইনি ভাবে তা বাতিল করে দেয়৷ আদানিদের সুবিধা করে দিতে ২০২২ সালে দরপত্র গ্রহণের প্রক্রিয়া নতুন ভাবে শুরু করে সরকার৷ বিষয়টি অবশ্য আদালতের বিচারাধীন৷
ধারাভির হালকে ‘অস্বাস্থ্যকর ও শোচনীয়’ আখ্যা দিয়ে সরকারি জমিতে নতুন নির্মাণের পরিকল্পনা করেছে আদানি গোষ্ঠী৷ পরামর্শদাতা সংস্থা লিয়াসেস ফোরাস মনে করছে, আদানিরা হয়তো এই পরিকল্পনায় ৯৯ হাজার ৪৫ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করবে৷ কিন্ত্ত তারা যে ব্যবসা পেতে পারে, তা ১ লক্ষ ৯৮ হাজার কোটি টাকার মতো৷
২০০০ সালের আগে থেকে ধারাভিতে যাঁরা বসবাস করছেন, তাঁদের অধিকাংশই একতলার বাসিন্দা৷ নতুন পরিকল্পনায় তাঁরা ওই জায়গাতেই ঘর পাবেন৷ কিন্ত্ত উপরের তলায় বসবাসকারীদের দশ কিলোমিটার দূরে ঘর দেওয়া হবে৷ যা নিয়ে ক্ষোভ রয়েছে বাসিন্দাদের৷