সংঘি সিমেন্টের মালিক এবার আদানি

মুম্বই, ৭ আগস্ট– সংকট কাটিয়ে ক্রমে ঘুরে দাঁডি়য়েছে আদানি গোষ্ঠী৷ চলতি বছরের শুরুর দিকে নিউ ইয়র্ক-ভিত্তিক শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পরই ধ্বস নামে শিল্পপতি গৌতম আদানির মালিকানাধীন আদানি গোষ্ঠীতে৷ তবে সেই বিপদ কাটিয়ে আবার বড়সড় পদক্ষেপ করল আদানি গোষ্ঠী৷ আদানিদের অম্বুজা সিমেন্ট কিনে নিল সংঘি ইন্ডাস্ট্রিজের অংশীদারিত্ব (শেয়ার)৷
বস্তুত, হিন্ডেনবার্গকাণ্ডের পর এটিই আদানির বৃহত্তম অধিগ্রহণ পদক্ষেপ৷ অম্বুজা সিমেন্টস জানিয়েছে, সংঘি ইন্ডাস্ট্রিজ়ের প্রোমোটার গোষ্ঠী রবি সংঘি এবং পরিবারের হাত থেকে ৫৬.৭৪ শতাংশ শেয়ার কিনেছে তারা৷ এ জন্য খরচ হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা৷ তার পরে খোলা বাজার থেকে সাধারণ লগ্নিকারীদের হাতে থাকা আরও ২৬ শতাংশ শেয়ারও কিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে৷ তা সফল হলে আরও ৭৬৭.১৫ কোটি টাকা খরচ হতে পারে৷ তখন সব মিলিয়ে সংঘি ইন্ডাস্ট্রিজের ৮২.৭৪ শতাংশ শেয়ার অম্বুজা সিমেন্টসের হাতে আসবে৷
এরপরেই আদানিদের এই অধিগ্রহণ নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে৷ রবিবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন, সংঘি অধিগ্রহণের কথাবার্তা শুরু হয়েছে জানতে পেরেই শ্রী সিমেন্টের অফিসে অভিযান চালায় আয়কর দফতর৷ তার পরেই আচমকা দৌড় থেকে সরে দাঁড়ায় শ্রী সিমেন্ট৷ কার্যত ফাঁকা মাঠে গোল করে বেরিয়ে যান আদানি৷