নয়ডা, ৫ অক্টোবর – বেসরকারি স্কুলের মালিকের বিরুদ্ধে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। স্কুলের মধ্যেই শিক্ষিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত স্কুল মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় । অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি এই ঘটনা ঘটেছে গ্রেটার নয়ডায়। বুধবার ঘটনার কথা জানায় পুলিশ। আদালতে তোলা হলে অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।