• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নির্বাচন কমিশনের নজরে ৫ জেলা , পুলিশের সমস্ত বিভাগের সব কর্মী, আধিকারিকের ছুটি বাতিল

কলকাতা , ৯ জুন –  পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই দফায় দফায় বৈঠক শুরু রাজ্য নির্বাচন কমিশনের। শুক্রবার দুপুরে জেলাশাসক  এবং পুলিশ সুপারদের সঙ্গে দফায় দফায় ভার্চুয়াল বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন।নির্বাচনে নিরাপত্তার বিষয় নিয়েই মূলত আলোচনা হয়। বৈঠকে ১০০ শতাংশ বুথকেই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।  বিশেষ নজর থাকছে ৫ জেলায় – উত্তর ২৪ পরগনা , দক্ষিণ

কলকাতা , ৯ জুন –  পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই দফায় দফায় বৈঠক শুরু রাজ্য নির্বাচন কমিশনের। শুক্রবার দুপুরে জেলাশাসক  এবং পুলিশ সুপারদের সঙ্গে দফায় দফায় ভার্চুয়াল বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন।নির্বাচনে নিরাপত্তার বিষয় নিয়েই মূলত আলোচনা হয়। বৈঠকে ১০০ শতাংশ বুথকেই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।  বিশেষ নজর থাকছে ৫ জেলায় – উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , বীরভূম, পূর্ব মেদিনীপুর , জলপাইগুড়ি। 

এ বিষয়ে কমিশনের নির্দেশ, পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে যাতে কারও কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখা প্রয়োজন। প্রত্যেক বুথে পানীয় জল এবং ছাউনির ব্যবস্থা রাখতে হবে। বুথের ২০০ মিটারের মধ্যে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। কোনও ভাবেই যাতে কেউ ঢুকে না পড়ে, তা প্রথম দিন থেকে নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিয়ে কমিশনের কাছে যাতে কোনও অভিযোগ না আসে। এছাড়া বয়স্ক ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে বুথে। কমিশনের আইনকে সম্পূর্ণ মান্যতা দিতে হবে। সূত্রের খবর, শনিবার থেকে রাজ্য পুলিশের সমস্ত বিভাগের সব কর্মী, আধিকারিকের ছুটি বাতিল করা হচ্ছে পঞ্চায়েত ভোটের কারণে। ভোটের ফলপ্রকাশ অর্থাৎ আগামী ১১ জুলাই পর্যন্ত বাতিল করা হচ্ছে সব ছুটি