বীরভূম ২৬ আগস্ট — তৃণমূল ও রাজ্য রাজনীতির অন্দরে একাংশ আলোচনা শুরু করে দেন যে, অনুব্রত মণ্ডলের ডানা ছেঁটে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? তার কারণ, এতদিন বীরভূমের পাশাপাশি পূর্ব বর্ধমানের, আউশগ্রাম, মঙ্গলকোট ও কেতুগ্রাম বিধানসভার দায়িত্বও অনুব্রতর ছিল। তা থেকে তাঁকে অব্যহতি দেওয়া হয়েছে।
তবে কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, এটা হল ছবির একটা দিক। অন্য দিকটা হল, বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদে এখনই কাউকে নিয়োগ করা হবে না। অনুব্রত মণ্ডলই জেলা সভাপতি থাকবেন। তা তিনি আসানসোলের জেলে থাকুন বা প্রেসিডেন্সি জেলে।