দিল্লি, ২৪ সেপ্টেম্বর– দিল্লি বিশ্বিবিদ্যালয়ের ছাত্র সংসদ নিজেদের দখলে রাখল গেরুয়া শিবির। সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদে জিতেছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যথাক্রমে তুষার দেহদা, অপরাজিতা এবং শচীন বৈশলা। গুরুত্বপূর্ণ পদগুলির মধ্যে একমাত্র সহ-সভাপতি পদে জিতেছেন কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের অভি দাইয়া। ২০১৮ সাল থেকেই দিল্লি বিশ্বিবিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দখলে।
শনিবার সেখানে ভোট নেওয়া হয়। চূড়ান্ত ফল ঘোষণা হয় রবিবার ভোরে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল এক লাখ ৩০ হাজার। ভোট পড়ে ৪০ শতাংশের কাছাকাছি। করোনা মহামারীর পর এবারই প্রথম ছাত্র সংসদ নির্বাচন হল। ফলে এবারের ভোট নিয়ে বাড়তি উৎসাহ ছিল।
কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল, মূল ধারার রাজনীতিতে যখন বিজেপি বিরোধী ২৬টি দল এক মঞ্চে শামিল হয়েছে, তখন দিল্লি বিশ্ববিদ্যালয়ের বাম-কংগ্রেসের ছাত্র এক ছাতার তলায় আসতে পারেনি। শুধু তাই নয়, সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের সঙ্গে সিপিআইএমএল-লিবারেশনের অল ইন্ডিয়া স্টুডেন্টস ইউনিয়নের (আইসা) প্রতিদ্বন্দ্বিতা হয়। ফলে আইসা এবার প্রাপ্ত ভোটের নিরিখে তৃতীয় স্থান থেকে ছিঁটকে গিয়েছে। তৃতীয় স্থান দখল করেছে এসএফআই। বিগত নির্বাচনের মতো দ্বিতীয় স্থান পেয়েছে কংগ্রেসের এনএসইউআই।
কংগ্রেসের সংগঠনটির হয়ে ভোট পরিচালনার দায়িত্বে ছিলেন জওহরলাল নেহরু বিশ্বিবদ্যালয়ের প্রাক্তনী কানহাইয়া কুমার। সিপিআইয়ের ছাত্র শাখার হয়ে জেএনইউতে লড়াই করে সাধারণ সম্পাদক হয়েছিলেন কানহাইয়া। পরবর্তীকালে তিনি কংগ্রেসে যোগ দেন। কানাইয়ার প্রচারেও সাড়া মেলেনি। এবিভিপি বিরাট জয় হাসিল করেছে।