কলকাতা , ২২ আগস্ট – প্রায় একমাস পর গত রবিবার আমেরিকা থেকে শহরে ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারই নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক জায়গায় তল্লাশি শুরু করে ইডি। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘‘আমাদের বাড়িতে রোজই ওরা অত্যাচার করছে। কালকেও সারা রাত… আমাকে কেউ বলেনি। আমি আইনজীবীর কাছ থেকে জানতে পেরেছি। ছেলেটা পরশু দিন ফিরেছে। হঠাৎ করে চলে গেছে তার চার-পাঁচ জায়গায়। সকাল ছ’টায় খবর পেলাম বাবুরা বেরিয়েছে।’’
আলিপুরের লিপ্স অ্যান্ড বাউন্ডসের অফিসে ১৮ ঘণ্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকেরা। এই লিপ্স অ্যান্ড বাউন্ডসেই চাকরি করতেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সুজয়কৃষ্ণের মেয়ে পারমিতা চট্টোপাধ্যায় এবং জামাই দেবরূপ চট্টোপাধ্যায় যেখানে থাকেন, সেখানেও সোমবার তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যে ভাবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা তল্লাশি চালাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বলেন, ‘‘কোথাও কোথাও তালা ভেঙে ঢুকছে। চা করার লোক থাকলেও বার করে দেওয়া হচ্ছে। কে গ্যারান্টি দেবে ওরা নিজেরাই বিস্ফোরক, বন্দুক বা ব্যাগ ভর্তি টাকা রেখে দেবে না?’’ মমতা আরও বলেন, ‘‘কে কাকে বিয়ে করবে, কার জন্ম কোথায়, কার ক’টা বাচ্চা—সব ওদের জানতে হবে।’’
তল্লাশির সময় গুজব ছড়ায় মমতার বাড়িতেও ইডি হানা দিয়েছে । সে খবর মমতার কানেও পৌঁছয়। তবে নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা বলেন, ‘‘বাজে কথা বলে লাভ নেই, ওরা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যায়নি।’’