দিল্লি, ৩ এপ্রিল – বাংলার বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে এবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর কাছে দরবার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে বাংলার বহু টাকা বকেয়া রয়েছে। বারবার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও নিরুত্তাপ কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যেই এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর কাছ থেকে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে।
মঙ্গলবার মহাবীর জয়ন্তী। সেই উপলক্ষ্যে ঐদিন সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক এবং দফতরগুলি বন্ধ থাকবে। সূত্রের খবর, বুধবার গিরিরাজ সিং-এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। রবিবার সন্ধ্যায় চারদিনের সফরে দিল্লি গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গিরিরাজ সিং-এর সঙ্গে বৈঠক ছাড়া দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের আর কোনও কর্মসূচি আছে কিনা, তা জানা যায়নি। দিল্লি রওনা হওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও এই বিষয়ে কিছু জানাননি।