দিনহাটা , ২৫ এপ্রিল – কোচবিহারের দিনহাটা থেকে জনসংযোগ যাত্রা শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধেয় আমজনতার কাছের মানুষ হয়ে ওঠেন তিনি। মঙ্গলবার সকাল থেকেও সেই একই ছবি কোচবিহারের বামনহাট এলাকায়। ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচির সূচনা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২ মাস ঘরবাড়ি, সংসার ও প্রিয়জনদের ছেড়ে মানুষের সঙ্গে থাকবেন বলেই তাঁর এই কর্মসূচি। আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ কাকে প্রার্থী হিসেবে দেখতে চান, তা জানাই এই কর্মসূচির উদ্দেশ্য বলে জানান অভিষেক।