মস্কো, 9 ডিসেম্বর– শুক্রবার মস্কো অঞ্চলের খিমকি শহরের মেগা খিমকি শপিং মলের একটি দোকানে আগুন লাগে, যেটি পরে ভয়াবহ আকার ধারণ করে। রাশিয়ার জরুরী মন্ত্রণালয়ের তরফে বিশেষ সতর্কতা জারি করে এই আগুনের খবরটি জানান হয়। যদিও ঘটনায় কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মন্ত্রণালয় জানিয়েছে, আগুন 7,000 বর্গ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে পরে। যে দোকানটি থেকে আগুন লাগে সেটিতে রং ও অ্যারোসল ভর্তি ছিল। যে ক্যানগুলিতে বিস্ফোরণ ঘটে।
আগুন লাগার খবর পেয়ে প্রায় 30 জন লোক এবং নয়টি দমকলের ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনটি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে ওই অঞ্চলের ওপর থেকে মন্ত্রণালয়ের বিমান চলাচলকে থামিয়ে দেওয়া হয়।