‘লক্ষ্মী ছেলে’ মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ।  

lakshmi

কলকাতা,২৪ আগস্ট –বর্তমানে জোরকদমে চলছে ‘লক্ষ্মী ছেলে’র প্রচার।কিন্তু ছবির মুক্তির আগেই ‘লক্ষ্মী ছেলে’  সনাতন হিন্দু ধর্মের বিরোধী, এমন অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ। এর আগে ‘ধর্মযুদ্ধ’, ‘বিসমিল্লা’র মতো ছবিগুলোও হিন্দু ধৰ্ম বিরোধী বলে বয়কটের ডাক দেওয়া হয়েছিল যার  প্রভাব পড়েছে বক্স অফিসেও। দেখা গেছে, ছবিদুটি তেমন সফল হয়নি। তবে এবার কি ‘লক্ষ্মী ছেলে’র একই পরিণতি ? সেই আতঙ্কে শেষ অবধি রামকৃষ্ণ মিশনের  শরণাপন্ন হলেন ছবির প্রযোজক-পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায় ।

 শিবপ্রসাদ মুখোপাধ্যায় বরানগর রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং কৌশিক গঙ্গোপাধ্যায় যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতি পড়ুয়া, তা টলিউড ইন্ডাস্ট্রির অনেকেই জানেন। আবার বহু লোক জানেনও না। এদিনের ভিডিওতে সেটাই সবাইকে জানানোর ব্যবস্থা করলেন নির্মাতারা।