আমেরিকার অস্ত্র বোঝাই বিমান পৌঁছল ইজরায়েলে।

ইজরায়েল:- ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে শুরু হয়ে গিয়েছে। গাজা সীমান্ত দখল করে নিয়েছে ইজরায়েল সেনা। ইতিমধ্যেই ইজরায়েলকে সাহায্যের কথা জানিয়েছে আমেরিকা। ইজারায়েলে আমেরিকার অস্ত্র বোঝাই বিমান পৌঁছেও গিয়েছে। হামাস জঙ্গিরা যেভাবে হত্যালীলা চালাচ্ছে ইজরায়েলের বন্দিদের সঙ্গে তাতে আইসিস জঙ্গিদের সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্রের খবর, ইজরায়েল এদিকে হামাস অধিকৃত গাজা স্ট্রিপে খাদ্য পানী, জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। পাল্টা ইজরায়েলি পণ বন্দিদের হত্যার হুমকি দিয়েছে হামাস জঙ্গিরা। পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করেছে ইজরায়েলে। এই যুদ্ধের তীব্র নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ। ইজরায়েলের উপর প্যালেস্তাইনের হামলার তীব্র নিন্দা করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়া হুর সঙ্গে ফোনে কথা বলেছেন। এবং ইজরায়েলকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিকে ইজরায়েলের উপরে হামাস হামলার জন্য আমেরিকা দায়ী বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ইজরায়েলে। দেড় লক্ষের বেশি মানুষ ঘরছাড়া হয়ে গিয়েছে। জানা গিয়েছে, গাজা সীমান্ত বরারর লোহার প্রাচীর তৈরি করেছে ইজরায়েল। গাজায় একের পর এক রকেট হামলা চালাচ্ছে ইজরায়েল। গোটা এলাকা অন্ধকারে ডুবে যাচ্ছে সন্ধে হলেই। দিনভর রকেট হামলায় একে অপরকে বিদ্ধ করছে প্যালেস্তাইন-ইজরায়েল। দিনভর আতঙ্কে কাটাতে হচ্ছে ইজরায়েলের বাসিন্দাদের। অত্যাবশ্যকীয় পণ্যের দোকানে হুড়ো হুড়ি দেখা গিয়েছে ইজরায়েলে। খাদ্য সংকট তৈরি হতে পারে এই আশঙ্কায় সকলেই খাবার মজুত করতে শুরু হয়েছে। ইজরায়েলে ইতিমধ্যেই ১ লক্ষ ৮৭ হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন। জানা গিয়েছে, গতকাল ভারত ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতাহিয়া হু ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলেন। সেই ফোনালাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজরায়েলের এই কঠিন পরিস্থিতিতে পাশে থাকার বার্তা দিয়েছে। এদিকে একাধিক ভারতীয় এখনও আটকে রয়েছে যুদ্ধ বিদ্ধস্ত ইজরায়েলে। সেখান থেকে ভারতীয়দের ফেরানোর চেষ্টা করা হচ্ছে।