• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মিসড কলই ধরিয়ে দিল ১১ বছরের শিশুর খুনিকে 

দিল্লি, ২৪ ফেব্রুয়ারি– ১১ বছরের বালিকাকে অপহরণ করে খুন করেছিল অপহরণকারী। কিন্তু কিছুতেই খুনির সন্ধান করে উঠতে পারছিল না পুলিশ। অবশেষে অভিযুক্তের সন্ধান দিল একটা মিসড কল। জানা গিয়েছে, ছোট্ট মেয়েটি গত ৯ ফেব্রুয়ারি সকালবেলা স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল। কিন্তু সে আর ফিরে আসেনি। অপহরণকারীরা তাকে অপহরণ করে। পরে তাকে খুন করে দেহটি ফেলে দেয়

দিল্লি, ২৪ ফেব্রুয়ারি– ১১ বছরের বালিকাকে অপহরণ করে খুন করেছিল অপহরণকারী। কিন্তু কিছুতেই খুনির সন্ধান করে উঠতে পারছিল না পুলিশ। অবশেষে অভিযুক্তের সন্ধান দিল একটা মিসড কল।

জানা গিয়েছে, ছোট্ট মেয়েটি গত ৯ ফেব্রুয়ারি সকালবেলা স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল। কিন্তু সে আর ফিরে আসেনি। অপহরণকারীরা তাকে অপহরণ করে। পরে তাকে খুন করে দেহটি ফেলে দেয় দিলির ঘেবরা মোড়ের কাছে। পুলিশ তার পচাগলা দেহে সন্ধান পায় কয়েক দিন পরে।

তদন্তে নেমে কোনও সূত্র মিলছিল না। কিন্তু এরপরই পুলিশকে মেয়েটির মা জানান, তিনি ঘটনার দিন মিসড কল পেয়েছিলেন একটি অচেনা নম্বর থেকে। পরে সেই নম্বরে ফোন করতে গিয়ে তিনি দেখেন ফোনটি সুইচড অফ। একথা জানতে পারার পরই নড়েচড়ে বসে পুলিশ। ঘটনার ১২ দিন পরে গত ২১ তারিখ ওই নম্বর অনুসরণ করেই সন্ধান মেলে রোহিত ওরফে বিনোদের। ২১ বছরের তরুণকেই ওই বালিকাকে অপহরণ ও খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। খুনের পিছনে কী উদ্দেশ্য ছিল তা এখনও জানা যায়নি।