কলকাতা ২৪ আগস্ট –এই বছর দূর্গাপুজোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ক্লাবগুলিতে দেওয়া সরকারের অনুদান ১০ হাজার করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। তীব্র অর্থ সঙ্কটের মধ্যে পুজো কমিটিগুলিকে ৫০ হাজারের বদলে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা বলেছেন মমতা। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।
বুধবার কলকাতা হাইকোর্টের এক আইনজীবী পুজো কমিটিগুলোকে অর্থ সাহায্য করার ব্যাপারে জনস্বার্থ মামলা দায়ের করে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলা দায়েরের অনুমতিও দিয়েছে।
আবেদনকারীর দাবি, পুজো কমিটিগুলোকে এই টাকা অনুদান দিতে রাজকোষ থেকে প্রায় ৩০০ কোটি টাকা বেশি খরচ হবে। এমনিতেই রাজ্যের ভাঁড়ারে টাকার টান। সেখানে এমন অতিরিক্ত খরচ কেন? এই মামলার শুনানি হওয়ায় সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহতেই।