• facebook
  • twitter
Monday, 28 April, 2025

চার বছরের এক শিশুকন্যার গলা টিপে খুন করলো বাবা 

উত্তরদিনাজপুর ২৬ আগস্ট — ২০২০ সালে ইসলামপুরের ডালখোলা থানার বিষণপুরে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় এই ঘটনাকে ঘিরে খুব শোরগোল হয়েছিল। চার বছরের এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হয়েছিল পাটক্ষেত থেকে।  ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে নিজের মেয়েকেই খুন করে পুঁতে দিয়েছে  বাবা টিপু মূর্মূ। গ্রেফতার করা হয়েছিল টিপুকে। সেই ঘটনার মামলা চলছিল ইসলামপুর আদালতে।পরিবারকে

উত্তরদিনাজপুর ২৬ আগস্ট — ২০২০ সালে ইসলামপুরের ডালখোলা থানার বিষণপুরে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় এই ঘটনাকে ঘিরে খুব শোরগোল হয়েছিল। চার বছরের এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হয়েছিল পাটক্ষেত থেকে।

 ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে নিজের মেয়েকেই খুন করে পুঁতে দিয়েছে  বাবা টিপু মূর্মূ। গ্রেফতার করা হয়েছিল টিপুকে। সেই ঘটনার মামলা চলছিল ইসলামপুর আদালতে।পরিবারকে জিজ্ঞেসাবাস করে জানা গেছে  নিজের চার বছরের মেয়ে পূজাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে পাটক্ষেতে নিয়ে গিয়ে গলা টিপে খুন করে টিপু । তারপর সেই দেহ পুঁতে দেয় ক্ষেতের মধ্য়েই। গ্রামের বাসিন্দারা পরে মৃতদেহ উদ্ধার করে। ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।