ভূমিকম্পের তীব্রতায় দু’ভাগ তুরস্কের এক শহর
আঙ্কারা ,১১ ফেব্রুয়ারি — ভূমিকম্পের তীব্রতায় দু’ভাগ হয়ে গেল তুরস্কের একটি শহর। শহরের বুক জুড়ে বিশাল বড় ফাটলের রেখা। পাহাড়, জঙ্গল, রাস্তা বরাবর চলে গেছে সেই ফাটলের রেখা। ফাটল ধরা পড়েছে ড্রোন ক্যামেরায়। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল গাজিয়ানটেপের পার্শ্ববর্তী প্রদেশ কাহরামানমারাসের ছোট শহর তেভেকেলিতে বিশাল ফাটল ধরা পড়েছে ক্যামেরায় । দেখে মনে হয়