• facebook
  • twitter
Friday, 22 November, 2024

চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে মামলা দায়ের  হাইকোর্টে

কলকাতা ,৭ নভেম্বর — এসএসসির চাকরিপ্রার্থীদের আন্দোলন দীর্ঘদিন যাবৎ চলছে কলকাতায়।চাকরির অবস্থান বিক্ষোভ হিসাবে চাকরিপ্রার্থীরা বেঁছে  নিচ্ছেন কলকাতার বিভিন্ন স্থান।বিভিন্ন জায়গায় চাকরিপ্রার্থীদের ধর্না, অবস্থান নিয়ে এবার জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে ।সোমবার আইনজীবী রামপ্রসাদ সরকার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে মামলা দায়ের করেছেন।মামলাকারী জানিয়েছেন, যে চাকরিপ্রার্থীরা  কখনও গান্ধীমূর্তি, কখনও ক্যামাক স্ট্রিট, কখনও রেড রোড ধর্না

কলকাতা ,৭ নভেম্বর — এসএসসির চাকরিপ্রার্থীদের আন্দোলন দীর্ঘদিন যাবৎ চলছে কলকাতায়।চাকরির অবস্থান বিক্ষোভ হিসাবে চাকরিপ্রার্থীরা বেঁছে  নিচ্ছেন কলকাতার বিভিন্ন স্থান।বিভিন্ন জায়গায় চাকরিপ্রার্থীদের ধর্না, অবস্থান নিয়ে এবার জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে ।সোমবার আইনজীবী রামপ্রসাদ সরকার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে মামলা দায়ের করেছেন।মামলাকারী জানিয়েছেন, যে চাকরিপ্রার্থীরা  কখনও গান্ধীমূর্তি, কখনও ক্যামাক স্ট্রিট, কখনও রেড রোড ধর্না চালিয়ে যাচ্ছে।তাঁরা যদি যোগ্য চাকরিপ্রার্থী হন তাহলে আদালতে আসছেন না কেন? এভাবে ধর্না দিয়ে, অনশন করে চাকরি পাওয়া যায় না।বিভিন্ন উৎসবে সেটা দূর্গা পুজো হোক ,কিংবা কালীপুজো কোনো কিছুতেই চাকরিপ্রার্থীদের আন্দোলন থামার নাম নিচ্ছে না।হাইকোর্টে মামলাকারী  তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে রয়েছেন বলে এই নয় যে তাঁর দায়িত্ব চাকরি দেওয়া। রামপ্রসাদ সরকারের মূল আর্জি, কলকাতাকে আন্দোলনের ক্ষেত্র বানিয়ে ফেলা হয়েছে। আদালত অবিলম্বে হস্তক্ষেপ করুক যাতে চাকরিপ্রার্থীদের বুঝিয়ে সেখান থেকে তোলা যায়।