• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সমুদ্র সৈকতে ভেসে এল একে ৪৭ অ্যাসল্ট রাইফেল-বুলেট ভর্তি নৌকা

মুম্বাই, ১৮ আগস্ট— ক্ষতিগ্রস্থ অবস্থায় এক নৌকা ভেসে আসতে দেখে মাৎসজীবীরা ভেবেছিলেন ঝড় বা অন্য্ কোন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েই কোনো মৎসজীবর নৌকা ভেসে চলে এসেছে। কিন্তু নৌকাটি তীরে টেনে আনতেই চোখ ছানাবড়া সকলের। তাতে ভর্তি একে ৪৭ অ্যাসল্ট রাইফেল।  বৃহস্পতিবার দুপুরে ১৬ মিটার লম্বা ভাঙাচোরা এই নৌকাটি ভেসে আসে মুম্বই থেকে ১৯০ কিলোমিটার দূরে রায়গড়ের হরিহরেশ্বর সৈকতে। যার পরেই শোরগোল পড়ে

boat

মুম্বাই, ১৮ আগস্ট— ক্ষতিগ্রস্থ অবস্থায় এক নৌকা ভেসে আসতে দেখে মাৎসজীবীরা ভেবেছিলেন ঝড় বা অন্য্ কোন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েই কোনো মৎসজীবর নৌকা ভেসে চলে এসেছে। কিন্তু নৌকাটি তীরে টেনে আনতেই চোখ ছানাবড়া সকলের। তাতে ভর্তি একে ৪৭ অ্যাসল্ট রাইফেল। 

বৃহস্পতিবার দুপুরে ১৬ মিটার লম্বা ভাঙাচোরা এই নৌকাটি ভেসে আসে মুম্বই থেকে ১৯০ কিলোমিটার দূরে রায়গড়ের হরিহরেশ্বর সৈকতে। যার পরেই শোরগোল পড়ে যায় গোটা সৌকত শহরে। 

স্থানীয়রা নৌকাটি দেখার পরই পুলিশ খবর দেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসেন রায়গড়ের পুলিশ সুপার অশোক দুধে-সহ পুলিশের অন্য আধিকারিকরা। নৌকাটিতে তল্লাশি চালিয়ে ভাঙাচোরা কিছু অস্ত্র, কয়েকটি একে ৪৭ রাইফেল ও বুলেট পাওয়া যায়।ওই অঞ্চলে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, নৌকায় পাওয়া রাইফেল, বুলেট এবং অন্যান্য অস্ত্রগুলি হ্য়ানা লন্ডারগান নামক একজন অস্ট্রেলিয়ার নাগরিকের।নাবিকহীন নৌকাটিকে ভেসে আসতে দেখেন স্থানীয়রা।