• facebook
  • twitter
Wednesday, 16 April, 2025

বাড়ির সামনে থেকে নিখোঁজ ৫ বছরের ছোট্ট শিশু 

 মেদিনীপুর ,২৬ নভেম্বর — বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় বছর পাঁচেকর ছোট্ট শিশু।বাড়ির লোকের প্রায় নাজেরহাল অবস্থা শিশুটিকে না পেয়ে। প্রায় ৭২ ঘণ্টা অতিক্রান্ত হতে চলল।এখনও পর্যন্ত খোঁজ মেলেনি মেদিনীপুর সদর ব্লকের নেপুরা এলাকার নিখোঁজ শিশু অরণ্য মাঝির। প্রতিবাদে মেদিনীপুর-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করল ক্ষুব্ধ এলাকাবাসী।নিখোঁজ শিশুকে উদ্ধারের দাবিতে গোটা গ্রাম কার্যত রাস্তায় নেমে

 মেদিনীপুর ,২৬ নভেম্বর — বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় বছর পাঁচেকর ছোট্ট শিশু।বাড়ির লোকের প্রায় নাজেরহাল অবস্থা শিশুটিকে না পেয়ে। প্রায় ৭২ ঘণ্টা অতিক্রান্ত হতে চলল।এখনও পর্যন্ত খোঁজ মেলেনি মেদিনীপুর সদর ব্লকের নেপুরা এলাকার নিখোঁজ শিশু অরণ্য মাঝির। প্রতিবাদে মেদিনীপুর-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করল ক্ষুব্ধ এলাকাবাসী।নিখোঁজ শিশুকে উদ্ধারের দাবিতে গোটা গ্রাম কার্যত রাস্তায় নেমে পড়ে।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

নিখোঁজ হওয়া শিশুটির বাড়ি মেদিনীপুর সদর ব্লকের নেপুরা এলাকায় । বুধবার বেলা ১১টা নাগাদ বাড়ির সামনে খেলতে খেলতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর পাঁচেকের শিশুটি। বাড়ির আশেপাশে সমস্ত জায়গায় খোঁজ চালিয়েও কোনও খোঁজ মেলেনি।ওইদিন বিকেলেই গুড়গুড়িপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।অরণ্য হারিয়ে যাওয়ায়  বাড়ির লোকেদের প্রথম অনুমান , অপহরণ করা হয়েছে তাঁদের ছেলেকে।ঘটনার তদন্তে নেমেছে গুড়গুড়িপাল থানার পুলিশ।খতিয়ে দেখা হচ্ছে আত্মীয়-স্বজনদের মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড ।