হরিয়ানার নুহতে হিংসাত্মক ঘটনায় গুরুতর আহত ৮ জন মহিলা

নুহ, ১৭ নভেম্বর –  ফের হিংসাত্মক ঘটনা ঘটল হরিয়ানার নুহতে৷ পুজো করতে যাওয়ার পথে বেশ কয়েকজন মহিলাকে লক্ষ্য করে পাথর ছোড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত৷ মসজিদ এলাকা থেকে মহিলাদের দিকে পাথর ছোড়া হয় বলে অভিযোগ৷ পাথরের আঘাতে গুরুতর আহত হন ৮ জন৷ এর পরেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনতা৷ ডিএসপি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ প্রসঙ্গত, আগস্ট মাসে হরিয়ানার নুহতে সাম্প্রদায়িক হিংসায় ৬ জনের মৃতু্য হয়৷ তিন মাসের মধ্যে ফের হিংসার ঘটনা সে রাজ্যে৷
নুহের পুলিশ সূত্রে খবর, কয়েকজন মহিলা ও শিশু মিলে কুয়ো পূজন করতে যাচ্ছিলেন৷ সেই সময়েই তাঁদের লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়৷ মসজিদ এলাকা পেরনোর সময়েই আক্রান্ত হন তাঁরা৷ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ৷ আহত হন ৮ জন মহিলা৷ প্রাথমিকভাবে অনুমান, মসজিদ এলাকা থেকে কয়েকজন নাবালক পাথর ছুড়ছিল৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ স্থানীয় এসপি জানান, ঘটনাস্থলের ভিডিও খতিয়ে দেখছেন তাঁরা৷ মসজিদ সারানোর কাজ চলছিল, সেখান থেকেই মহিলাদের দিকে পাথর ছোড়া হয়৷ আপাতত অভিযুক্ত নাবালকদের জিজ্ঞাসাবাদ করা হবে৷ বৃহস্পতিবার রাত পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল বলেই দাবি পুলিশের৷ ঘটনার ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে৷
তবে শুক্রবার সকাল থেকে ফের অশান্তি শুরু হয় নুহতে৷ পাথর ছোড়ার ঘটনায় প্রবল বিক্ষোভ দেখান স্থানীয় জনতা৷ পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন ডিএসপি বীরেন্দ্র সিং৷ সকলকে শান্তি বজায় রাখার আবেদন জানান৷ তিনি বলেন, “ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷” উল্লেখ্য, আগস্ট মাসে সাম্প্রদায়িক হিংসার পরে দীর্ঘদিন অশান্ত ছিল নুহ৷ বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা৷