‘কমিউনিস্ট’ গেরিলাদের হামলায় নিহত ৮ পুলিশকর্মী

blast

blast

বোগোটা,৩ সেপ্টেম্বর — কলোম্বিয়ায় ‘কমিউনিস্ট’ গেরিলাদের হামলায় নিহত হয়েছেন আটজন পুলিশকর্মী।শুক্রবার কলোম্বিয়ায়  দক্ষিণে হুইলা শহরে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে পুলিশকর্মীদের গাড়ি লক্ষ্য করে মাইন বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা।তারপর, আহত পুলিশ আধিকারিকদের গুলি করে ঝাঁজরা করে দেয় ওই গেরিলারা।এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। আশঙ্কা করা হচ্ছে, এই হামলার নেপথ্যে রয়েছে শান্তির পথে ফিরে আসা কমিউনিস্ট সশস্ত্র সংগঠন ‘FARC’-এর আলোচনা বিরোধী একটি অংশ।