পাকিস্তানে ৯০০ ফুট ওপরে আঁটকে ৬ শিশু সহ ৮ 

ইসলমাবাদ, ২২ আগস্ট– পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কেবল কারে করে স্কুলে যাওয়ার পথে দড়ি ছিঁড়ে ছয় শিশু সহ মোট আটজন আটকা পড়েলেন। কেবল কারটি মাটি থেকে ২৭৪ মিটার (৯০০ ফুট) উপরে ঝুলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাট্টাগ্রামে সংবাদ মাধ্যমের ডনের খবরে বলা হয়, ছয় ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও খবরটি লেখা পর্যন্ত আরোহীদের নামিয়ে আনা সম্ভব হয়নি। যদিও তাদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী।

‘ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি’ এক বিবৃতিতে বলেছে, ছয় শিশু এবং দুইজন প্রাপ্তবয়স্ক কমপক্ষে ৯০০ ফুট উচ্চতায় ওই কারের ভিতর আছে এবং পাকিস্তান সেনাবাহিনী হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান শুরু করেছে ।

খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রাদেশিক কর্মকর্তা সৈয়দ হাম্মাদ হায়দার বলেছেন, কেবল কারটি মাটি থেকে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ ফুট ওপরে ঝুলছে। আমরা কেপি সরকারকে একটি হেলিকপ্টার দেওয়ার জন্য অনুরোধ করেছি। কারণ হেলিকপ্টারের সাহায্য ছাড়া উদ্ধার অভিযান সম্ভব নয়।