চেন্নাই, ১৯ জুন– একটি বেসরকারি বাসের টায়ার ফেটে যায়। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে তীব্র গতিতে ছুটে আসা বেসরকারি বাসে ধাক্কা মারে। তামিলনাড়ুতে ঘটেছে এই ভয়াবহ পথদুর্ঘটনা।ঘটনায় মৃত ৪। আহত কমপক্ষে ৭০ জন। দক্ষিণের রাজ্যের কুদ্দালোর জেলায় ঘটেছে ওই দুর্ঘটনা।
আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করে পুলিশ। নিহত এবং আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাস দু’টি কুড্ডালোর-পানরুটি রুটের। দুর্ঘটনা ঘটে জেলার পট্টমবক্কাম এলাকায়। পুলিশ এসে আহত যাত্রীদের উদ্ধার করে কুড্ডালোরের সরকারি হাসপাতালে ভরতি করে। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
কুড্ডালোরের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন । নিহত এবং আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।