• facebook
  • twitter
Saturday, 12 April, 2025

ওড়িশায় ট্রাক দুর্ঘটনায় মৃত বাংলার ৭ শ্রমিক 

ভুবনেশ্বর ,২৫ ফেব্রুয়ারি — শনিবার ভোরে ওড়িশার জাজপুরে বাংলার ৭ জন শ্রমিক ট্রাক দুর্ঘটনায় মারা গেছেন। এই শ্রমিকরা সকলেই বসিরহাট ২ নম্বর ব্লকের মাতিয়া থানার অধীন ধান্যকুড়িয়ার বাসিন্দা। মৃত ব্যক্তিরা হলেন সুরজ মন্ডল , মোহঃ আমিরুল আলী সর্দার, করিম সর্দার, মহঃ আরিফ সর্দার, মহঃ আমজাদ আলী সর্দার, জাহাঙ্গীর সর্দার, এবং মোয়াজ্জেম সর্দার। মৃতদের মধ্যে তিনজন একই

ভুবনেশ্বর ,২৫ ফেব্রুয়ারি — শনিবার ভোরে ওড়িশার জাজপুরে বাংলার ৭ জন শ্রমিক ট্রাক দুর্ঘটনায় মারা গেছেন। এই শ্রমিকরা সকলেই বসিরহাট ২ নম্বর ব্লকের মাতিয়া থানার অধীন ধান্যকুড়িয়ার বাসিন্দা। মৃত ব্যক্তিরা হলেন সুরজ মন্ডল , মোহঃ আমিরুল আলী সর্দার, করিম সর্দার, মহঃ আরিফ সর্দার, মহঃ আমজাদ আলী সর্দার, জাহাঙ্গীর সর্দার, এবং মোয়াজ্জেম সর্দার। মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। ১৬ নাম্বার জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে খবর পৌঁছনোর পরেই রাজ্য সরকারকে নির্দেশ দেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।  সেই অনুযায়ী রাজ্য সরকার যোগাযোগ করে ওডিশা সরকারের সঙ্গে।  যোগাযোগ করা হয় বারাসাতে পরিবারের সঙ্গেও। 
রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মালিককে সবদিকে যোগাযোগ রক্ষার জন্য দ্বায়িত্ব দিয়েছেন মুক্ষমন্ত্রী।