ডানলপ,২ নভেম্বর — জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন উত্তর ২৪ পরগনার ডানলপে ঘটে গেলো এক ভয়াবহ বিস্ফোরণ।এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।বুধবার সকালে ডানলপের একটি বহুতলের তিনতলার একটি ফ্ল্যাটে আগুন লাগে।সেখান থেকে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে গোটা বহুতলেই।সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৭টি ইঞ্জিন।
প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা।প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার সকাল ১১টা নাগাদ তিনতলার একটি ফ্ল্যাটে রান্নার সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। তারপর তা পুরো বহুতলে ছড়িয়ে পড়ে।সূত্রের খবর, ডানলপ মোড়ের কাছে ওই বহুতলটির উপরের কয়েকটি তলায় মানুষ বাস করেন।এবং নিচের তলাগুলোতে বেশ কয়েকটি দোকান রেস্তোরাঁএবং ব্যাঙ্ক রয়েছে।যেই সময় আগুন লাগার ঘটনাটি ঘটে সেই সময় বহুতলে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা যায়। কিন্তু কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায় নি।ইতিমধ্যেই দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে মইয়ের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। কীভাবে আগুন লাগল, তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।