• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুন, মৃত অন্তত ৭, আহত ৪০

মুম্বই, ৬ অক্টোবর– মুম্বইয়ের একটি বহুতলে আগুন লেগে দুই শিশু সহ মৃতু্য হল অন্তত ৭ জনের৷ গুরুতর আহত আরও ৪০ জন৷ আহতরা আপাতত একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে মুম্বই পুলিশ সূত্রে খবর৷ কীভাবে আগুন লাগল বহুতলে, তা এখনও জানা যায়নি৷ সূত্রের খবর, শুক্রবার ভোররাত তিনটে নাগাদ আগুন লাগে গোরেগাঁওয়ের

মুম্বই, ৬ অক্টোবর– মুম্বইয়ের একটি বহুতলে আগুন লেগে দুই শিশু সহ মৃতু্য হল অন্তত ৭ জনের৷ গুরুতর আহত আরও ৪০ জন৷ আহতরা আপাতত একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে মুম্বই পুলিশ সূত্রে খবর৷
কীভাবে আগুন লাগল বহুতলে, তা এখনও জানা যায়নি৷ সূত্রের খবর, শুক্রবার ভোররাত তিনটে নাগাদ আগুন লাগে গোরেগাঁওয়ের ৬ তলা বাড়িটিতে৷ সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসে দমকলের গাড়ি৷ আগুন নেভানোর কাজ শুরু করে দমকল৷ তবে আগুনের তীব্রতা খুব বেশি থাকায় প্রায় চার ঘণ্টা সময় লাগে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে৷ আটটি ইঞ্জিন ব্যবহার করে আগুন নেভানো হয়৷ তারপরে বাড়ির ভিতরে আটকে পড়া সকলকে উদ্ধার করে আনেন দমকলকর্মীরা৷
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, গোরেগাঁওয়ের বহুতল থেকে মৃত অবস্থায় ৬ জনের দেহ মেলে৷ পরে মৃতু্য হয় এক আহত ব্যক্তির৷ মৃতদের মধ্যে দুই শিশু ছিল৷ এছাড়াও আগুনে পুড়ে মৃতু্য হয়েছে আরও তিন মহিলার৷ আহতদের মধ্যেও রয়েছে এক শিশু৷
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া পর শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস৷ এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন,  ‘অগ্নিকাণ্ডে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারে প্রতি আমার সমবেদনা রইল৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি৷ মুম্বই পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে৷