• facebook
  • twitter
Sunday, 30 March, 2025

৬০ এ নতুন ইনিংস ‘ভিলেনের’, আশীষের দ্বিতীয় বিয়েতে পোস্ট আশিস প্রথম স্ত্রীর!

মুম্বই, ২৬ মে — ৬০ বছর বয়েসে ফের বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের ভিলেন আবার উচ্চমানের অভিনেতা আশীষ বিদ্যার্থী। ছিলেন বাংলার জামাই। এবার ঘরে আনলেন অসমের বধূ। আশিসের দ্বিতীয় বিয়ের খবর পেতেই অবশ্য তাঁর প্রথম স্ত্রী রাজশী ইনস্টাগ্রামে লিখেছেন এক আবেগঘন পোস্ট।  রাজশী লিখলেন, ‘মন থেকে অতিরিক্ত চিন্তাভাবনা এবং সন্দেহ দূর হয়ে যাক। ব্যাখ্যা করতে গেলে

মুম্বই, ২৬ মে — ৬০ বছর বয়েসে ফের বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের ভিলেন আবার উচ্চমানের অভিনেতা আশীষ বিদ্যার্থী। ছিলেন বাংলার জামাই। এবার ঘরে আনলেন অসমের বধূ। আশিসের দ্বিতীয় বিয়ের খবর পেতেই অবশ্য তাঁর প্রথম স্ত্রী রাজশী ইনস্টাগ্রামে লিখেছেন এক আবেগঘন পোস্ট। 

রাজশী লিখলেন, ‘মন থেকে অতিরিক্ত চিন্তাভাবনা এবং সন্দেহ দূর হয়ে যাক। ব্যাখ্যা করতে গেলে হয়তো বিভ্রান্তি হতে পারে, শান্তি ও প্রশান্তি জীবনকে পূর্ণ করুক। আপনি অনেক দিন ধরেই শক্ত ছিলেন, এবার আশীর্বাদ গ্রহণ করার সময় এসেছে। আপনি আশীর্বাদেরই যোগ্য’।

ফের বিয়ে করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। বৃহস্পতিবার কলকাতার এক ক্লাবে ছিমছাম অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যবসায়ী রুপালি বড়ুয়ার গলায় মালা দিলেন আশিস। তবে সাত পাকে বাঁধা নয়, বরং রুপালি ও আশিস সই সাবুদের বিয়ের মধ্যে দিয়েই নতুন জীবন শুরু করলেন। আশিসের এই বিয়েতে হাজির ছিলেন তাঁর বন্ধু-বান্ধব ও নিকট আত্মীয়রা। রুপালির একটি ফ্যাশন স্টোর রয়েছে কলকাতায়। এমনিতে তিনি অসমের মেয়ে।