পেরিয়েছে ৬০ ঘন্টা ,এখনো উদ্ধার করা সম্ভব হয়নি ছোট্ট তন্ময়কে
SNS
ভোপাল,৯ ডিসেম্বর — আচমকাই খেলতে খেলতে কুয়োয় পরে গেছিলো ৮ বছরের ছোট্ট তন্ময়। ৪০০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়ায় তার উদ্ধার করা ছিল কঠিন।ঘটনাটি হলো মধ্যপ্রদেশের বেতুলের। ঘটনার পরে কেটে গেছে ৬০ ঘণ্টা ,দীঘ প্রচেষ্টার পরও বাচ্চাটির আর সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলো না। তাকে উদ্ধার করা এখনও সম্ভব হয় নি ! উদ্ধারকারীদের অনুমান, অচেতন হয়ে পড়েছে সে।
মধ্যপ্রদেশের বেতুলের মাণ্ডবী গ্রামের বাসিন্দা আট বছরের তন্ময়।হঠাৎ মঙ্গলবার বিকেলে খেলতে খেলতে আচমকা কুয়োয় পড়ে যায় সে।, তার বাবা সুনীল সাহু জানিয়েছেন, খবর পেয়েই ওই কুয়োয় ছুটে যান তাঁরা।ছেলের গলার আওয়াজও পান কুয়োর ভিতর থেকে। তার পরেই খবর দেওয়া হয় পুলিশে। শুরু হয় উদ্ধারকাজ।
বাচ্চাটিকে কুয়ো থেকে তোলা যায় নি সরাসরি।উদ্ধারকারীরা জানিয়েছেন, কুয়োর গভীরতা বেশি হওয়ায় কুয়োর পাশ থেকে একটি সুড়ঙ্গ খোঁড়া হয়েছে। বাচ্চাটি ৬০ ফুট গভীরতায় আটকে রয়েছে।তাই কুয়োর পাশ দিয়ে একটি সমান্তরাল সুড়ঙ্গ খুঁড়ে তলা দিয়ে কুয়োয় প্রবেশ করার চেষ্টা করছেন তাঁরা। বাধ সাধছে শক্ত, পাথুরে জমি।
বেতুলের অ্যাডিশনাল ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্যামেন্দ্র জয়সওয়াল বলেন, ‘যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। ৩৩ ফুট মতো গর্ত খোঁড়া হয়ে গেছে।আমরা ঠিক করেছি ৪৫ ফুট পর্যন্ত গভীরে নামার পরে পাশাপাশি এগোব কুয়োর দিকে। সময় লাগতে পারে বেশ কিছুক্ষণ। খুব শক্ত পাথর রয়েছে চারপাশে। বাচ্চাটির গলার আওয়াজ আর শোনা যাচ্ছে না, হয়তো ও জ্ঞান হারিয়েছে।’
পুলিশ, হোমগার্ড, দমকল– সকলেই উপস্থিত ঘটনাস্থলে।মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইতিমধ্যেই সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বাচ্চাটিকে উদ্ধার করার কাজে যেন কোনওরকম ফাঁক না থাকে।