পরীক্ষার ফল প্রকাশের পর আত্মঘাতী ৬ পড়ুয়া
হায়দরাবাদ , ১১ মে – পরীক্ষায় আশানুরূপ ফলাফল না হওয়ায় হতাশা, আর তার পরিণততে চরম পদক্ষেপ নিল মোট ছয় পড়ুয়া। তেলেঙ্গানার হায়দরাবাদ ও নিজ়ামাবাদে ২৪ ঘণ্টার মধ্যে আত্মহত্যা করল ৬ পডুয়া। জানা গেছে, গত মঙ্গলবার তেলেঙ্গানার ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশিত হয়। সেই পরীক্ষার ফল দেখে হতাশ হয়ে আত্মহত্যার পদক্ষেপ ছয় পড়ুয়ার