সোসাইটি অফ নেফ্রোলজির ৫৩ তম সম্মেলন 

কলকাতা, ১৫ ডিসেম্বর—  ৫৩তম মেডিকেল কনফারেন্সের আয়োজন করল সর্বভারতীয় স্বাস্থ্য সংস্থা সোসাইটি অফ নেফ্রোলজি বক আইএসএনসিওএন। আইটিসি রয়্যাল বেঙ্গল, কলকাতায় চারদিনের এই সম্মেলনে হাজির ছিলেন বিশ্বব্যাপী বিশেষজ্ঞ, গবেষক এবং অনুশীলনকারীরা। এই যুগান্তকারী সম্মেলনের উদ্বোধন করেন পদ্মশ্রী ডঃ সংঘমিত্রা বন্দোপাধ্যায় (ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের পরিচালক), ড. সিদ্ধার্থ নিয়োগী (ডিএইচএস, সরকার পশ্চিমবঙ্গ) বাইচুং ভুটিয়া (ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক) ড. সঞ্জীব গুলাটি  (সভাপতি আইএসএন) ড. এইচ.এস. খুলি (প্রেসিডেন্ট-নির্বাচিত আইএসএন) ড. এস.বি. বানসাল (সেক্রেটারি আইএসএন), ডা. এ.আর দত্ত, ড. অর্ঘ্য মজুমদার, এবং ডাঃ সৌভিক সুরাল।
১৪-১৭ ডিসেম্বর আয়োজিত এই সম্মেলনে উপস্থিত হয়েছেন গোটা ভারত তথা বিশ্ব থেকে আগত ২০০০ জন নেফ্রোলজিস্ট, পোস্ট-গ্রাজুয়েট এবং মেডিকেল অনুশীলনকারীরা ।
এই সম্মেলনে ছয়টি অভূতপূর্ব হ্যান্ডস-অন ওয়ার্কশপ রয়েছে, যা জেনেটিক্স এবং হিস্টোপ্যাথলজির মতো মৌলিক ধারণা থেকে শুরু করে হস্তক্ষেপ এবং ক্রিটিক্যাল কেয়ার নেফ্রোলজিতে অত্যাধুনিক বিকাশ পর্যন্ত বিষয়গুলি ওপর আলোকপাত করে। 
অধ্যাপক এন গোপালকৃষ্ণান এবং ড. বিবেক কুমারের নেতৃত্বে একটি গবেষণা এবং বৈজ্ঞানিক লেখার উপর একটি কর্মশালাও আয়োজনও করা হয়েছে।৷

গেস্ট ফ্যাকাল্টিতে বারোজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ রয়েছেন, যার মধ্যে আছেন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজির প্রেসিডেন্ট অধ্যাপক নাঙ্গাকু, আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজির প্রেসিডেন্ট প্রফেসর মিশেল জোসেফসন, ইউকে রেনাল অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট প্রফেসর গ্রাহাম লিপকিন এবং ডা. অমিত গর্গ, কানাডিয়ান সোসাইটি অফ নেফ্রোলজির প্রাক্তন সভাপতি, ডা. ডরি সেগেভ, ইউএসএ, ডা. জর্জ বাক্রিস, ইউএসএ, ডাঃ অজয় শর্মা, কানাডা, ডা. ক্যামিল কোটন, ইউএসএ এবং ডা. সন্দীপ মিত্র, কানাডা থেকে।