• facebook
  • twitter
Friday, 22 November, 2024

জাপানের বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত ৫

টোকিও, ২ জানুয়ারি – নতুন বছরের প্রথম দিন থেকেই একের পর এক বিপর্যয়ের মুখে জাপান৷ ১ জানুয়ারী ভূমিকম্প, সুনামি এবং অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হয়েছে মধ্য জাপান৷ সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই, মঙ্গলবার টোকিওর হানেদা বিমানবন্দরে অবতরণের সময় আগুন লেগে যায় জাপান এয়ারলাইন্সের এক বিমানে৷ আগুন ধরা অবস্থাতেই রানওয়ে ধরে বিমানটি সঠিক জায়গায় অবতরণের জন্য এগিয়ে

টোকিও, ২ জানুয়ারি – নতুন বছরের প্রথম দিন থেকেই একের পর এক বিপর্যয়ের মুখে জাপান৷ ১ জানুয়ারী ভূমিকম্প, সুনামি এবং অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হয়েছে মধ্য জাপান৷ সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই, মঙ্গলবার টোকিওর হানেদা বিমানবন্দরে অবতরণের সময় আগুন লেগে যায় জাপান এয়ারলাইন্সের এক বিমানে৷ আগুন ধরা অবস্থাতেই রানওয়ে ধরে বিমানটি সঠিক জায়গায় অবতরণের জন্য এগিয়ে যায়৷ সরকারিভাবে আগুন লাগার কারণ এখনও না জানানো হলেও, একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অবতরণের সময় রানওয়েতে দাঁডি়য়ে থাকা জাপানি উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানের সঙ্গে জাপানি এয়ারলাইন্সের বিমানটির সংঘর্ষ হয় এবং আগুন ধরে যায়৷ জানা গিয়েছে, উপকূলরক্ষী বাহিনীর সেই বিমানে ৬ জন উপকূলরক্ষী ছিলেন৷ তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও বাকি পাঁচ জনের মৃত্যু হয় বলে জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর৷
মঙ্গলবার টোকিয়োর হানেদা বিমানবন্দরে অবতরণ করে জাপান এয়ারলাইন্সের ‘ফ্লাইট ৫১৬’৷ বিমানটি ৩৭৯ জন যাত্রীকে নিয়ে হোক্কাইডোর চিতোসে বিমানবন্দর থেকে টোকিয়োর হানেদায় আসে৷ অবতরণের প্রক্রিয়া চলাকালীনই তার সঙ্গে ধাক্কা লাগে জাপান উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানের৷ তাতে বিমানে আগুন ধরে যায়৷ অবতরণরত যাত্রিবাহী বিমানের ৩৭৯ জন যাত্রীকে নিরাপদে বার করে আনা হয়৷ এ দিকে উপকূলরক্ষী বাহিনীর বিমানটির ভূমিকম্প বিধ্বস্ত নিগাতার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাওয়ার কথা ছিল৷
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজগুলিতে আতঙ্কিত যাত্রীদের প্রাণ বাঁচাতে বিমানবন্দর ধরে দৌড়তে দেখা গিয়েছে৷ আগুনের শিখা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রু সদস্যদেরও তাঁদের পিছনে দৌড়তে দেখা যায়৷ যাত্রীবাহী বিমানটির কেবিনের জানলা দিয়ে একটি উজ্জ্বল কমলা রঙের আগুনের আভা দেখা যাচ্ছিল৷ তবে, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বিমানটি মাঝখান থেকে ভেঙে দুই টুকরো হয়ে যায়৷
স্থানীয় জাপানি সংবাদমাধ্যম জানিয়েছে, রানওয়েতে যাত্রিবাহী বিমানটি অবতরণ করছিল৷ তখন এয়ারবাস এ৩৫০ বিমানটির গতি খুব বেশি ছিল৷ সে কারণে উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে তাতে দাউদাউ করে আগুন ধরে যায়৷ যে ভাবে যাত্রীদের নিরাপদে বার করে আনা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা তাকে ‘মিরাকল’ বলেই বর্ণনা করেছেন৷ যে ভিডিও সমাজমাধ্যমে ছডি়য়ে পডে়, তাতে দেখা যায় , বিমানের জানলার কাচ ভেঙে বেরিয়ে আসছে আগুনের ফুলকি, ধোঁয়া৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলবাহিনী৷ ৭০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালায় ৷
জাপানের প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপৎকালীন কন্ট্রোলরুম খুলেছেন৷ সেখানে বসে উদ্ধারের খোঁজ খবর নিচ্ছেন৷ এ-ও জানানো হয়েছে, ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ তাদের বিমানের সঙ্গে ধাক্কা লেগেই আগুন জ্বলেছে কি না, তা-ও দেখা হচ্ছে৷ তবে তাদের বিমানও কোনও না কোনও ভাবে ‘জডি়ত’, সে বিষয়ে নিশ্চিত বলেই জানিয়েছেন এক আধিকারিক৷ ঘটনার পরেই বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়৷