কংগ্রেস নেতার আত্মীয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার ৪২ কোটি, সরব বিজেপি

বেঙ্গালুরু, ১৪ অক্টোবর– কর্ণাটকের এক কংগ্রেস নেতার আত্মীয়ের বাডি় থেকে উদ্ধার হল ৪২ কোটি নগদ৷ শুক্রবার বেঙ্গালুরুতে আরটি নগরের আত্মনন্দ কলোনিতে কংগ্রেস নেতার আত্মীয়র বাডি়তে হানা দেয়ে আয়কর দফতরের আধিকারিকরা৷ সেখান থেকেই এই টাকা উদ্ধার করা হয়৷ তবে ওই ব্যবসায়ী যেহেতু ওই ব্যবসায়ী কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর অখণ্ড শ্রীনিবাস মূর্তির আত্মীয় তাই এই নিয়ে মাঠে নেমে পড়েছে বিজেপি৷
এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ ৫ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে এই টাকা খরচ করে কংগ্রেসের ভোট কেনার পরিকল্পনা ছিল বলে সরব হয়েছেন বিরোধীরা৷ আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে,  ওই ফ্ল্যাটে একটি ঘরে বিছানার নিচে এই পরিমাণ টাকা মজুত রাখা হয়েছিল৷ স্বাভাবিকভাবেই কোথা থেকে এই পরিমাণ টাকা এল? তা নিয়ে উঠেছে প্রশ্ন৷ সেক্ষেত্রে টাকা ব্যক্তির নিজের নাকি অবৈধভাবে এসেছে সে বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ তবে বিধায়কের আত্মীয় ওই ফ্ল্যাটটিতে থাকতেন না বলেই জানা গিয়েছে৷ জানা গিয়েছে, ওই কংগ্রেস নেতার অভিযুক্ত আত্মীয় একজন ঠিকাদার৷ ২৩টি বাক্সে ৫০০ টাকার নোট গচ্ছিত রাখা হয়েছিল৷ টাকা গোনার জন্য মেশিন যান আধিকারিকরা৷
বিজেপি নেতা এবং প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী অশ্বথ নারায়ণ বলেছে, ‘আসন্ন নির্বাচনের জন্য তেলেঙ্গানায় এই টাকা পাঠানোর পরিকল্পনা ছিল কংগ্রেসের৷ কংগ্রেস সরকার কর্ণাটককে অন্যান্য রাজ্যের নির্বাচনের জন্য এইভাবেই টাকা লুকিয়ে রাখছে৷ আরও অনেক পরিমাণ টাকা উদ্ধার করা বাকি আছে৷ ‘এদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া অভিযোগ অস্বীকার করেছেন৷ শুক্রবার তিনি বলেন, ‘কোনও রাজ্যই অন্য রাজ্যের কাছে টাকা চাইবে না এবং আমরা আমাদের টাকা অন্য রাজ্যকে দেব না৷ বিজেপি অহেতুক দৃষ্টি আকর্ষণের জন্য ভিত্তিহীন অভিযোগ করছে৷’