• facebook
  • twitter
Monday, 25 November, 2024

অসুস্থ ৪০ যাত্রী, তদন্তের নির্দেশ রেলের

দিল্লি, ২৯ নভেম্বর– সমস্ত ট্রেনে না হলেও ভারতীয় রেলের বেশ কিছু ট্রেনে সফর করার পর যাত্রীরা অভিযোগ তুলেছেন নিম্নমানের খাবারের নিয়ে৷ অনেক সময় ট্রেনের প্যান্টিকারের খাবার খেয়ে অসুস্থ হতেও দেখা গিয়েছে যাত্রীদের৷ যদিও রেলের খাবারের বিষক্রিয়ায় একসঙ্গে ৪০ জন যাত্রীর অসুস্থ হয়ে পড়ার ঘটনা শোনা যায়নি৷ এবার এমনটাই ঘটেছে চেন্নাই থেকে পুণেগামী ভারত গৌরব এক্সপ্রেসে৷

দিল্লি, ২৯ নভেম্বর– সমস্ত ট্রেনে না হলেও ভারতীয় রেলের বেশ কিছু ট্রেনে সফর করার পর যাত্রীরা অভিযোগ তুলেছেন নিম্নমানের খাবারের নিয়ে৷ অনেক সময় ট্রেনের প্যান্টিকারের খাবার খেয়ে অসুস্থ হতেও দেখা গিয়েছে যাত্রীদের৷ যদিও রেলের খাবারের বিষক্রিয়ায় একসঙ্গে ৪০ জন যাত্রীর অসুস্থ হয়ে পড়ার ঘটনা শোনা যায়নি৷ এবার এমনটাই ঘটেছে চেন্নাই থেকে পুণেগামী ভারত গৌরব এক্সপ্রেসে৷ ঘটনার তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন রেলকর্তারা৷ কড়া ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে মন্ত্রক৷
রেল সূত্রে জানা গিয়েছে, আইআরসিটিসি অনুমোদিত একটি বেসরকারি কোম্পানির খাবার খেয়ে অসুস্থ হয়ে পডে়ন চেন্নাই থেকে পুণেগামী ভারত গৌরব এক্সপ্রেসের ৪০ জন যাত্রী৷ উল্লেখ্য, ভারত গৌরব হল রেলের পর্যটন ব্যবসার অন্যতম অঙ্গ৷ সেই ট্রেনে এমন ঘটনায় নড়চডে় বসেছে রেল মন্ত্রক৷ অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে রেল মন্ত্রক ৷