• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আগামী দিনে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই জীবিত থাকবে

বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের ইঙ্গিত খোদ প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টার দিল্লি, ১২ অক্টোবর– আগামী দিনে দেশের চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থা জীবিত থাকবে৷ এমনটাই বললেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টামণ্ডলীর সদস্য সঞ্জীব সান্যাল বলছেন৷ আর তাতেই দেশের অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই যে বেসরকারিকরণের পথে তার ইঙ্গিত পাওয়া গেল৷ প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টামণ্ডলীর সদস্য সঞ্জীব সান্যাল বলছেন, ‘আমার মনে হয়, চারটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের ইঙ্গিত খোদ প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টার
দিল্লি, ১২ অক্টোবর– আগামী দিনে দেশের চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থা জীবিত থাকবে৷ এমনটাই বললেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টামণ্ডলীর সদস্য সঞ্জীব সান্যাল বলছেন৷ আর তাতেই দেশের অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই যে বেসরকারিকরণের পথে তার ইঙ্গিত পাওয়া গেল৷
প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টামণ্ডলীর সদস্য সঞ্জীব সান্যাল বলছেন, ‘আমার মনে হয়, চারটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থাকবে৷ এবং ভবিষ্যতে ভারতীয় ব্যাঙ্ককিং ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷’ তবে সঞ্জীববাবু জানান, তিনিও চান ধীরে ধীরে ব্যাঙ্কিং ব্যবস্থার ক্ষেত্রে বেসরকারি অংশীদারী বাড়ুক৷ তবে সরকারের হাতেও ব্যাঙ্কিং সেক্টরের একটা অংশ নিয়ন্ত্রণ রাখার উপর জোর দিয়েছেন তিনি৷
বছর দুই আগে কেন্দ্রীয় বাজেটেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ বেসরকারিকরণের জন্য প্রাথমিকভাবে চারটি মাঝারি মাপের ব্যাঙ্ককে বেছে নেয় মোদি  সরকার৷ সেগুলির বেসরকারিকরণের প্রক্রিয়াও চলছে৷ সঞ্জীব সান্যাল প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলীর সদস্য৷ স্বাভাবিকভাবেই তিনি সরকারের নীতি সম্পর্কে ভালমতোই অবগত৷ তাছাড়া আগামী দিনে কী পদক্ষেপ সরকার করতে পারে, সেটাও তিনি জানেন৷ তাঁর কথাতেই আন্দাজ করা হচ্ছে, সরকার হয়তো আগামী দিনে বেসরকারিকরণের পথে হাঁটতে পারে৷
এই মুহূর্তে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে ভারতে৷ সেগুলো হল ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানারা ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ এর মধ্যে কোন চারটি ব্যাঙ্ক রাখা হয়, আর কোনওগুলির বেসরকারিকরণ হয়, সেটাই দেখার৷