• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

চারবন্ধুর মনখারাপের দাওয়াই বিষ, মৃতু্য ২ তরুণীর

পটনা, ২৮ নভেম্বর– চারবন্ধুরই সবকিছুই যেন একসঙ্গে করার অভ্যেস৷ খুশি হলেও যেমন চারজন একসঙ্গে আবার মন খারাপেও একসঙ্গে৷ কৈশোরকালে যেরকমটা হয় ঠিক তেমনই তারাও৷ কিন্তু তাই বলে মন খারাপের দাওয়াই হিসেবে আত্মহত্যার পথ বেছে নেবে তা বোধহয় তাদের কারুর পরিবারই ভাবতে পারেনি৷ যেমন ভাবা তেমনই কাজ৷ পরিণতি হিসেবে মৃতু্য হল দু’জনের৷ আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা

পটনা, ২৮ নভেম্বর– চারবন্ধুরই সবকিছুই যেন একসঙ্গে করার অভ্যেস৷ খুশি হলেও যেমন চারজন একসঙ্গে আবার মন খারাপেও একসঙ্গে৷ কৈশোরকালে যেরকমটা হয় ঠিক তেমনই তারাও৷ কিন্তু তাই বলে মন খারাপের দাওয়াই হিসেবে আত্মহত্যার পথ বেছে নেবে তা বোধহয় তাদের কারুর পরিবারই ভাবতে পারেনি৷
যেমন ভাবা তেমনই কাজ৷ পরিণতি হিসেবে মৃতু্য হল দু’জনের৷ আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে আরও দু’জনের৷ ঘটনাটি বিহারের৷ পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে মৃতু্যর কারণ হিসেবে লেখা রয়েছে, চার বন্ধুর মন খারাপ কিছুতেই কাটছিল না৷ তাই চারজনে মিলে নিজেদের জীবনকে শেষ করে দিতে বিষপানের সিদ্ধান্ত নিই৷ কিন্ত ঠিক কী কারণে চার বন্ধুর মন খারাপ ছিল, কেনই বা তাঁরা চারজন একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করল তা স্পষ্ট নয় পুলিশ বা পরিবারের কাছে৷ ঔরঙ্গাবাদের হাসপাতালে মৃতু্যর সঙ্গে পাঞ্জা লড়ছেন দুই তরুণী৷ তাঁরা সুস্থ হয়ে উঠলেই এব্যাপারে তাঁদের জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ৷ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই চার তরুণীর বয়স ১৮ থেকে ২০-র মধ্যে৷ চারবন্ধুর মধ্যে দুই বোনও রয়েছে৷